মুম্বই: উরি জঙ্গি হামলার প্রভাব দেখা যাচ্ছে খেলার মাঠেও। এবারের কবাডি বিশ্বকাপে পাকিস্তানের না থাকা নিয়ে এক সাংবাদিকের প্রশ্নে মেজাজ হারালেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক কপিল দেব। সংশ্লিষ্ট সাংবাদিককে তিনি বলেন, ‘আপনি যদি ভারতীয় হন, তাহলে এই প্রশ্ন করবেন না। এটা কি এই প্রশ্ন করার মঞ্চ? এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার সরকারের উপরেই ছেড়ে দেওয়া উচিত।’
এবারের কবাডি বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলেছে আমদাবাদে। ভারত-সহ ১২টি দল এই বিশ্বকাপে যোগ দিলেও, পাকিস্তান খেলবে না। দু মাস আগে অবশ্য পাকিস্তানের নাম ছিল। কিন্তু এক সপ্তাহ আগে চূড়ান্ত ক্রীড়াসূচি ঘোষণার সময় জানা যায়, পাকিস্তান এবারের কবাডি বিশ্বকাপে নেই। এ বিষয়েই কপিলকে প্রশ্ন করা হয়েছিল। সেই প্রশ্নেই মেজাজ হারান কপিল।
জম্মু ও কাশ্মীরের উরি সেক্টরে সাম্প্রতিক জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে ভারত-পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক উত্তপ্ত হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে খেলার মাঠেও ভারত-পাকিস্তানের মুখোমুখি হওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে। কপিলের অবশ্য পাকিস্তানের বিরুদ্ধে খেলা নিয়ে আপত্তি নেই। তবে তিনি চান, সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নিক। কপিল বলেছেন, ‘ক্রীড়াবিদ হিসেবে আমরা যারা দেশের প্রতিনিধিত্ব করি তাদের যদি পুকুরে ঝাঁপ দিতে বলা হয়, তাহলে আমরা সেটাও করতে রাজি। দেশ যদি বলে, পাকিস্তানের সঙ্গে খেলতেও আপত্তি নেই।’
কবাডি বিশ্বকাপে ভারতীয় দলের জার্সি উদ্বোধন করেছেন কপিল। ভারতের কোচ বলবন সিংহ এবং অধিনায়ক অনুপ কুমার। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে ভারত। এই প্রতিযোগিতায় ভারতই ফেভারিট। চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে ভারতের সামনে সবচেয়ে বড় বাধা হতে পারে ইরান।
উরি: কেন পাকিস্তানকে ডাকা হয়নি, প্রশ্ন শুনেই মেজাজ হারালেন কপিল
Web Desk, ABP Ananda
Updated at:
21 Sep 2016 05:59 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -