নয়াদিল্লি: ভারতীয় দলের নতুন কোচ বাছাইয়ের দায়িত্ব ন্যস্ত হল বিশ্বকাপজয়ী প্রাক্তন কোচ কপিল দেবের নেতৃত্বাধীন ক্রিকেট অ্যাডভাইসরি কমিটি (সিএসি)-র ওপর। বিসিসিআই-এর প্রশাসকদের কমিটি (সিওএ)এক বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে।
কোচ পদের জন্য ইন্টারভিউ আগস্ট মাসের মাঝামাঝি নেওয়া হবে বলে মনে করা হচ্ছে।
কপিল ছাড়াও প্যানেলে থাকছেন মহিলা দলের প্রাক্তন অধিনায়ক সান্থা রঙ্গস্বামী এবং পুরুষ দলের প্রাক্তন কোচ অংশুমান গায়কোয়াড়। এই কমিটিই গত বছরের ডিসেম্বরে মহিলা দলের কোচ বেছে নিয়েছিল।
বৈঠকের পর সিওএ প্রধান বিনোদ রাই বলেছেন, এই তিনজন পুরুষ দলের কোচ বেছে নেবেন। এটি অস্থায়ী কমিটি নয়। কিন্তু এরসঙ্গে স্বার্থসংঘাতের বিষয়টি জড়িত। প্রার্থীদের ইন্টারভিউ আগস্টের মাঝামাঝি হবে।
বর্তমান কোচ রবি শাস্ত্রীর কার্যকালের মেয়াদ ওয়েস্ট ইন্ডিজ সফর পর্যন্ত বাড়ানো হয়েছে। ৩ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ওই সিরিজ। কোচ পদে বহাল থাকতে শাস্ত্রীকে পুনরায় আবেদন জানাতে হবে।
সিএসি-র আসল দুই সদস্য সৌরভ গঙ্গোপাধ্যায় ও ভিভিএস লক্ষ্মণের স্বার্থের সংঘাত সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ এখনও আসেনি। ওই দুইজনকে ধারাভাষ্য সহ বর্তমানে ক্রিকেটে যে ভূমিকাগুলি পালন করছেন, সেগুলির মধ্যে কোনও একটিকে বেছে নিতে বলা হয়েছে।
হেড কোচ বাছাইয়ের দায়িত্ব সিএসি-র। কিন্তু কমিটির তিন হাই প্রোফাইল সদস্য –সৌরভ, লক্ষ্মণ ও সচিন তেন্ডুলকরের ভবিষ্য সম্পর্কে স্বচ্ছতা না থাকায় কপিল দেবের নেতৃত্বাধীন প্যানেলকেই পুরুষদের দলের কোচ বাছাইয়ের জন্য চূড়ান্ত করা হয়েছে।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
কোহলিদের পরবর্তী কোচ বেছে নেবে কপিল দেবের নেতৃত্বাধীন সিএসি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
26 Jul 2019 05:42 PM (IST)
ভারতীয় দলের নতুন কোচ বাছাইয়ের দায়িত্ব ন্যস্ত হল বিশ্বকাপজয়ী প্রাক্তন কোচ কপিল দেবের নেতৃত্বাধীন ক্রিকেট অ্যাডভাইসরি কমিটি (সিএসি)। বিসিসিআই-এর প্রশাসকদের কমিটি (সিওএ)এক বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -