প্যারিস: শেষ পর্যন্ত ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দেখানো পথেই কি হাঁটতে চলেছেন করিম বেঞ্জেমা? এখনও পর্যন্ত চূড়ান্ত কিছু না গেলেও সৌদির ক্লাবেই হয়ত খেলতে আগামী মরসুমে দেখা যাবে ফরাসি স্ট্রাইকারকে। রিয়াল মাদ্রিদের সঙ্গে ১৪ বছরের সম্পর্ক ছিন্ন করেছেন। কানাঘুষো শোনা যাচ্ছে যে সৌদির ক্লাব আল ইতিহাদের জার্সিতে দেখা যেতে পারে বিশ্বকাপজয়ী ফ্রান্সের এই ফুটবলারকে। এক সূত্র জানাচ্ছে যে বেঞ্জেমা না কি তিন বছরের জন্য সৌদির ক্লাবের সঙ্গে চুক্তি সেরেছেন।


ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আগেই সৌদির ক্লাব আল নাসেরে যোগ দিয়েছেন। এক মরসুম খেলাও হয়ে গেল সিআর সেভেনের। পিএসজি ছেড়ে মেসিকেও সৌদির ক্লাব বড় অঙ্কের অর্থের প্রস্তাব দিয়েছে বলে খবর। তবে আর্জেন্তাইন তারকা আদৌ সৌদির ক্লাবে যাবেন কি না তা ঠিক নেই। অনেকেই বলছেন, তিনি হয়ত বার্সাতেই ফিরতে পারেন আবার। অন্যদিকে বেঞ্জেমাকেও না কি সৌদি আরবের ক্লাব আল ইতিহাদ ৪০ কোটি ইউরোর প্রস্তাব দিয়েছে। আর এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই গুঞ্জনের শুরু। 


রিয়ালের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ''রিয়াল মাদ্রিদে করিম বেঞ্জেমার কেরিয়ার হচ্ছে সুন্দর আচরণ ও পেশাদারির দারুণ উদাহরণ। তিনি ক্লাবের মূল্যবোধেরও প্রতিনিধি। করিম বেঞ্জেমা নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিয়েছেন সম্প্রতি। ক্লাবের সঙ্গে তাঁর অসাধারণ সম্পর্ক। দারুণ কিছু মুহূর্ত রয়েছে। যা কোনওদিনও ভুলে যাওয়ার নয়। ক্লাব বরাবর কৃতজ্ঞ থাকবে এমন প্লেয়ারের প্রতি। এই কিংবদন্তি ফুটবলারকে রিয়াল মাদ্রিদ শুভেচ্ছা জানাচ্ছে আগামীর জন্য।''


ম্যান সিটির ম্যাচে বিরুষ্কা


গত শনিবারই লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে আয়োজিত হয়েছিল এফএ কাপের ফাইনাল (FA Cup Final)। বিশ্বের সবচেয়ে পুরনো ফুটবল প্রতিযোগিতার ফাইনালে খেতাব জয়ের লক্ষ্যে এবার ম্য়াঞ্চেস্টারের দুই দল একে অপরের মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচ দেখতে মাঠে সস্ত্রীক হাজির ছিলেন বিরাট। স্ট্যান্ডে বসে ম্যাচ দেখার সময় তোলা তাঁদের বেশ কিছু ছবিও ভাইরাল হয়। কোহলি ও অনুষ্কা শর্মাকে (Anushka Sharma) ম্যাচের পর ম্যাঞ্চেস্টার সিটির তরফে নতুন দু'টি জার্সিও উপহারস্বরূপ দেওয়া হয়।


ওয়েম্বলিতে বসে ফুটবল ম্যাচ দেখার নিজের অভিজ্ঞতা ব্যক্ত করতে গিয়ে কোহলি ভারত-পাকিস্তান ম্যাচের তুলনা টেনে আনেন। ম্যান সিটির (Man City) পোস্ট একটি ভিডিওতে কোহলিকে বলতে শোনা যায়, 'ভারত-পাকিস্তানের মতো বড় বড় ম্যাচগুলিতে মাঠের পরিবেশটা ঠিক যেমন থাকে, ব্রিটেনে ফুটবল ম্যাচগুলিতেও সমর্থকরা সেই পরিবেশেই খেলা দেখেন। এখানে অনুরাগীরা নিজেদের দলের জন্য যেভাবে গলা ফাটান, সমর্থন জানান, তা এক কথায় অনবদ্য।'