নয়াদিল্লি: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজের দলে তরুণ উইকেটকিপার ঋষভ পন্থ সুযোগ পেলেও, তাঁকে বিশ্বকাপের দলে দেখতে চাইছেন না সুনীল গাওস্কর। এই কিংবদন্তী পন্থের বদলে বিশ্বকাপের দলে চাইছেন দীনেশ কার্তিককে। গাওস্করের মতে, অতীতে টেস্ট ম্যাচে ওপেন করেছেন কার্তিক। ফলে একদিনের ম্যাচেও তিনি ওপেন করতেই পারেন। তিনি থাকলে দলে নমনীয়তা আসবে। তাই কার্তিককেই বিশ্বকাপের দলে নেওয়া উচিত।


একটি সংবাদমাধ্যমকে গাওস্কর জানিয়েছেন, ‘আমি ১৩ জনের কথা ভেবেছি যারা অবশ্যই ইংল্যান্ডের উড়ান ধরবে। তারা হল শিখর ধবন, রোহিত শর্মা, বিরাট কোহলি, অম্বাতি রায়াডু, এম এস ধোনি, কেদার যাদব, হার্দিক পাণ্ড্য, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহল, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি ও কুলদীপ যাদব। ১৪ নম্বর খেলোয়াড় হতে পারে বিজয় শঙ্কর। ইংল্যান্ডে স্যুইংয়ের পরিবেশ দেখে দু’জন ফাস্ট বোলিং অলরাউন্ডার খেলাতে পারে ভারত। তবে আমি ১৫ নম্বর খেলোয়াড়ের বিষয়ে নিশ্চিত হতে পারছি না। খলিল আহমেদ, মহম্মদ সিরাজ ভাল পারফরম্যান্স দেখিয়েছে। উমেশ যাদবকেও দেখা যেতে পারে। এই তিন বোলারের উপর নজর রাখতে পারেন নির্বাচকরা। দলে নমনীয়তা চাই।’

ভারতের দল নিয়ে মতামত জানালেও, এবারের বিশ্বকাপে বিরাটদের ফেভারিট বলে মনে করছেন না গাওস্কর। তাঁর মতে, একদিনের ক্রিকেট খেলার মানসিকতা বদল করায় দেশের মাটিতে ইংল্যান্ডই ফেভারিট।