নয়াদিল্লি: ভারতীয় এ দলে রাহুল দ্রাবিড়ের কোচিংয়েই পোক্ত হয়েছেন করুণ নায়ার, জয়ন্ত যাদবের মতো তরুণ ক্রিকেটাররা। তাঁরা এখন সিনিয়র দলের হয়েও সাফল্য পাচ্ছেন। তবে তাঁদের এই সাফল্যের জন্য নিজে কৃতিত্ব নিতে নারাজ দ্রাবিড়। তাঁর বক্তব্য, ভারতের টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি এবং কোচ অনিল কুম্বলে এমন একটা পরিবেশ তৈরি করেছেন, যেখানে তরুণরা স্বচ্ছন্দ বোধ করছেন। তার ফলেই সাফল্য আসছে।


বিসিসিআই-এর ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে দ্রাবিড় বলেছেন, ‘এ দল এবং ঘরোয়া ক্রিকেটের মাধ্যমে তরুণদের উঠে আসতে দেখে ভাল লাগছে। জাতীয় দলের জন্য যে গঠন-প্রক্রিয়া গড়ে তোলা হয়েছে, তার ফলেই খোলা মনে খেলার সুযোগ পেয়ে ভাল পারফরম্যান্স দেখাচ্ছে তরুণরা। এই প্রক্রিয়া গড়ে তোলার জন্য বিরাট ও অনিলের কৃতিত্ব প্রাপ্য। জাতীয় দলের এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকতে পেরে ভাল লাগছে।’

করুণের সঙ্গে এ দল ছাড়াও দিল্লি ডেয়ারডেভিলস ও রাজস্থান রয়্যালসে ছিলেন দ্রাবিড়। তিনি দীর্ঘদিন ধরে এই তরুণকে দেখছেন। স্বভাবতই তাঁর অসামান্য পারফরম্যান্সে খুশি ভারতের এ দলের কোচ। তিনি বলেছেন, ‘প্রথম টেস্ট শতরানকে ত্রিশতরানে পরিণত করা অবিশ্বাস্য ব্যাপার। এতে শুধু ওর দক্ষতাই নয়, রানের খিদেরও পরিচয় পাওয়া গিয়েছে। এটা গুরুত্বপূর্ণ বিষয়। ভারতীয় ক্রিকেটের জন্য এটা খুব ভাল। আশা করি করুণ অনেকদূর যাবে।’

করুণ ছাড়াও জয়ন্ত, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়ার মতো ক্রিকেটাররা এ দল থেকে উঠে এসেছেন। তাঁদের প্রত্যেকের সাফল্যে খুশি দ্রাবিড়। তাঁর বক্তব্য, এ দল ও অনূর্ধ্ব-১৯ দল থেকে সিনিয়র দলে ক্রিকেটার সরবরাহ করাই তাঁর কাজ। সেই দায়িত্ব পালন করছেন তিনি।