চেন্নাই: ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ টেস্টে এক নতুন নায়ক পেল ভারত তথা বিশ্ব ক্রিকেট। আজ ইতিহাস গড়লেন করুণ নায়ার। জীবনের তৃতীয় টেস্টে প্রথমে শতরান, তারপর দ্বিশতরান এবং শেষে ত্রিশতরান করে ইতিহাস গড়লেন তিনি। ক্রিকেটের ইতিহাসে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে প্রথম শতরানকে ত্রিশতরানে পরিণত করলেন নায়ার। তাঁর আগে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তী গ্যারি সোবার্স (৩৬৫ অপরাজিত) ও অস্ট্রেলিয়ার বব সিম্পসন (৩১১) প্রথম শতরানকে ত্রিশতরানে পরিণত করেছিলেন। আজ অপরাজিত ৩০৩ রান করে ইতিহাসে স্থান পেলেন নায়ার। তিনি বীরেন্দ্র সহবাগের পর দ্বিতীয় ভারতীয় ব্যাটসম্যান হিসেবে টেস্টে ত্রিশতরান করলেন।

নায়ারের এই ইনিংসের সুবাদে ভারতীয় দলও টেস্টে সর্বোচ্চ রান করে ফেলল। এর আগে টেস্টে ভারতের সর্বোচ্চ রান ছিল ৯ উইকেটে ৭২৬। ২০০৯ সালের ২ ডিসেম্বর মুম্বইয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে এই রান করেছিল ভারত। আজ বিরাট কোহলির দল সেই রান টপকে গেল।

ইংল্যান্ডের থেকে ২৮২ রানে এগিয়ে থেকে প্রথম ইনিংস ডিক্লেয়ার করে দেন বিরাট। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে চতুর্থ দিনের শেষে ইংল্যান্ডের রান বিনা উইকেটে ১২। কেটন জেনিংস ৯ এবং অ্যালেস্টার কুক ৩ রানে অপরাজিত। এখনও ২৭০ রানে পিছিয়ে ইংল্যান্ড। আগামীকাল ভারতের বোলাররা ইংল্যান্ডের ১০ উইকেট তুলতে পারলে সিরিজের ফল ৪-০ হয়ে যাবে।