কটক:  ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল হওয়ার পরিপ্রেক্ষিতে তৈরি হওয়া বর্তমান সঙ্কটের কথা মাথায় রেখে কটকে ভারত-ইংল্যান্ডের একদিনের ম্যাচে অনলাইনে টিকিট বিক্রির ব্যবস্থা করা হচ্ছে। কাউন্টারেও ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে টিকিটের দাম দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।


ওডিশা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব আশীর্বাদ বেহেরা বলেছেন, ‘নোট-সঙ্কটের ফলে যাতে ক্রিকেটপ্রেমীরা খেলা দেখা থেকে বঞ্চিত না হন, সেটা নিশ্চিত করার জন্যই অনলাইন, চেক, ড্রাফট এবং ই-ওয়ালেটের মাধ্যমে টিকিট কাটার ব্যবস্থা করা হচ্ছে। আমাদের পক্ষে পুরোপুরি নগদহীন পদ্ধতিতে টিকিট বিক্রি করা সম্ভব নয়। তবে ৫০০ টাকার বেশি দামের টিকিটের ক্ষেত্রে ডিজিটাল পেমেন্টের ব্যবস্থা করা হচ্ছে।’

ওডিশা ক্রিকেট সংস্থার আশা, অন্তত ২৫ শতাংশ টিকিট অনলাইনে বিক্রি হবে। কাউন্টারেও পিওএস মেশিন থাকায় টিকিট বিক্রি কম হবে না।