গতকাল প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১৭০ রান করে পঞ্জাব। অধিনায়ক গৌতম গম্ভীরের সঙ্গে ওপেন করতে নেমে ৩৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন সুনীল নারিন। তিনিই ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন। তবে নারিনের চেয়েও উমেশের পারফরম্যান্সকেই বেশি গুরুত্ব দিচ্ছেন কাটিচ। তিনি বলেছেন, উমেশ সবসময়ই গতিতে বল করেন। পরিকল্পনা করেই ম্যাক্সওয়েলের উইকেট নিয়েছেন এই পেসার।
নারিনের পারফরম্যান্স সম্পর্কে কেকেআর-এর সহকারী কোচ বলেছেন, ‘আমরা জানতাম ও ব্যাট করতে পারে। ক্রিস লিনের চোট থাকায় আমরা নারিনকে ওপেন করতে পাঠানোর সিদ্ধান্ত নিই। ও আমাদের জয়ে বড় ভূমিকা পালন করেছে। ৬ ওভারে ৭৬ রান ওঠার পরেই ম্যাচের ফলাফল নির্ধারিত হয়ে যায়। এখন নারিনের ডাক নাম অলরাউন্ডার। আশা করা যায় ও এভাবেই খেলে যাবে।’