নয়াদিল্লি: বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য ভাল খবর। অভিজ্ঞ অলরাউন্ডার কেদার যাদব বাঁ কাঁধের চোট সারিয়ে ফিট হয়ে উঠেছেন। তিনি বিশ্বকাপে যাবেন। ফলে পরিবর্ত ক্রিকেটার হিসেবে কাউকে দলে নেওয়া হচ্ছে না।


এ মাসের পাঁচ তারিখ আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের হয়ে কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে খেলতে নেমে চোট পান কেদার। তখন শোনা যায়, তাঁকে অন্তত দু’সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। ফলে বিশ্বকাপে কেদারের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। বৃহস্পতিবার মুম্বইয়ে তাঁর ফিটনেস পরীক্ষা করেন ভারতীয় দলের ফিজিও প্যাট্রিক ফারহার্ট। সেই পরীক্ষার পর কেদারকে ফিট ঘোষণা করা হয়েছে।

আইসিসি-র নিয়ম অনুযায়ী, ২৩ মে পর্যন্ত ১৫ সদস্যের প্রাথমিক দলে বদল করা যাবে। তবে তার আগেই কেদার ফিট হয়ে যাওয়ায় তাঁর পরিবর্ত ক্রিকেটার বাছাই করতে হচ্ছে না।