খ্যাতির বিড়ম্বনা, সহকারী-দেহরক্ষী নিয়োগ করলেন কেদার যাদব
Web Desk, ABP Ananda | 01 Feb 2017 02:58 PM (IST)
পুণে: কিছুদিন আগে পর্যন্তও সাধারণ ক্রিকেটারদের মতোই জীবনযাপন করতেন কেদার যাদব। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ তাঁর জীবন বদলে দিয়েছে। রীতিমতো তারকা বনে গিয়েছেন এই ডান হাতি ব্যাটসম্যান। যেখানেই যাচ্ছেন লোকজন তাঁকে ঘিরে ধরছে। সেই কারণে এবার একজন সহকারী এবং দেহরক্ষী নিয়োগ করলেন কেদার। সম্প্রতি পুণেতে একটি রেস্তোরাঁয় দেহরক্ষীদের সঙ্গে ঢুকতে দেখা গিয়েছে এই ক্রিকেটারকে। ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচেই ভাল পারফরম্যান্স দেখান কেদার। প্রথম ম্যাচে ৭৬ বলে ১২০ রানের ঝোড়ো ইনিংস খেলেন। অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে জুটিতে যোগ করেন ২০০ রান। ইংল্যান্ডের ৩৫০ রান তাড়া করে ম্যাচ জেতে ভারত। এই ইনিংসের পরেই বদলে গিয়েছে কেদারের জীবন। খ্যাতি যেমন অর্জন করেছেন, তেমনই বিড়ম্বনাও সহ্য করতে হচ্ছে।