মেলবোর্ন: ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে মেলবোর্নে চলতি সিরিজের তৃতীয় টেস্টের খেলা চলছে। এরইমধ্যে ধারাভাষ্য দিতে গিয়ে ভারতের ব্যাটসম্যান মায়াঙ্ক আগরওয়ালের প্রথম শ্রেণীর কেরিয়ার নিয়ে উপহাস করে বিতর্কে জড়ালেন প্রাক্তন অজি ক্রিকেটার কেরি ও’কিফ। বিতর্কের পরিপ্রেক্ষিতে অবশেষে ক্ষমা চাইলেন ও’কিফ। তিনি বলেছেন, ভারতের অভিষেককারী ব্যাটসম্যানকে খাটো করার কোনও উদ্দেশ্যই তাঁর ছিল না।
ফক্স ক্রিকেটের হয়ে ধারাভাষ্য দিতে গিয়ে প্রাক্তন অজি স্পিনার বলেছিলেন যে, রেলওয়েজের ক্যান্টিনের কর্মীদের বিরুদ্ধে মায়াঙ্কের প্রথম শ্রেণীর ক্রিকেটে একমাত্র ট্রিপল সেঞ্চুরিটি এসেছে।
এই মন্তব্যের জন্য সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েন ও’কিফ। চাপের মুখে পড়ে অস্ট্রেলিয়ার হয়ে ২৪ টেস্ট খেলা স্পিনার ক্ষমা প্রার্থনা করেছেন। উল্লেখ্য, অভিষেক টেস্টে ব্যাট করতে নেমে ৭৬ রানের দুরন্ত ইনিংস খেলেন মায়াঙ্ক।
ও’কিফ বলেছেন, ‘ভারতে প্রথম শ্রেণীর ক্রিকেট মায়াঙ্ক যে রান করেছেন, আমি তার উল্লেখ করেছিলাম। আমি কিন্তু কোনও অবস্থাতেই ভারতীয় ঘরোয়া ক্রিকেটের মানকে খাটো করতে চাইনি। মুখ ফস্কে বেরিয়ে গিয়েছে। ফলে কেউ যদি এই মন্তব্যে আহত হন, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি।’
ঘরোয়া ক্রিকেটে ২৭ বছরের মায়াঙ্ক কর্নাটকের হয়ে খেলেন। তাঁর গড় প্রায় ৫০।
ভারত ও অস্ট্রেলিয়ার চলতি সিরিজের ফল এখন ১-১। বাকি রয়েছে দুটি টেস্ট।