মেলবোর্ন: ভারতের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের আগে বিরাট কোহলির বিষয়ে অস্ট্রেলিয়াকে সতর্ক করে দিলেন প্রাক্তন ক্রিকেটার মাইক হাসি। স্টিভ স্মিথের দলের উদ্দেশে তাঁর সতর্কবার্তা, ‘অস্ট্রেলিয়ার দৃষ্টিকোণ থেকে কোহলিই জনতার এক নম্বর শত্রু। ওকে অল্প রানেই আউট করতে হবে। কিন্তু ওকে কোনওভাবেই রাগিয়ে দেওয়া যাবে না। রাগিয়ে দিলেই ওর সেরা পারফরম্যান্স বেরিয়ে আসে। ও সবসময় লড়াই করতে ভালবাসে। তাই খেলার সময় বেশি কথা না বলে কোহলিকে আউট করার পরিকল্পনা কার্যকর করায় মন দিতে হবে। সেটাই বেশি গুরুত্বপূর্ণ। না হলে উল্টো ফল হবে।’
ভারতের মাটিতে পাঁচ বা তার বেশি টেস্ট খেলা অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের মধ্যে হাসির গড়ই সবচেয়ে ভাল। তাই তাঁর মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাসি বলেছেন, যে দল সবচেয়ে বেশি সময় ধরে দক্ষতা দেখাতে পারবে, তারাই টেস্ট সিরিজে জয় পাবে। আগ্রাসী মনোভাব বা স্লেজিংয়ের মাধ্যমে ম্যাচ জেতা যাবে না।
বিরাট বেশ কিছুদিন ধরেই অসাধারণ ফর্মে আছেন। তিনি ভাল খেললে সাধারণত ভারত জেতে। উল্টোদিকে, অস্ট্রেলিয়া তাকিয়ে আছে অধিনায়ক স্মিথ ও ডেভিড ওয়ার্নারের দিকে। হাসির মতে, দু দলের অধিনায়কের লড়াইয়ের ফলই সিরিজের ফল নির্ধারণ করে দেবে।
কোহলি এক নম্বর শত্রু, কিন্তু স্লেজিংয়ের ফল হবে উল্টো, অস্ট্রেলিয়াকে পরামর্শ মাইক হাসির
Web Desk, ABP Ananda
Updated at:
03 Feb 2017 03:15 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -