করাচি: চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পরেই পাকিস্তানের ক্রিকেটারদের পুরস্কারের প্রতিশ্রুতির বন্যা দেখা যাচ্ছে। ফাইনালের নায়ক ফকর জামান সহ সব ক্রিকেটারকেই আর্থিক পুরস্কার, জমি সহ বিভিন্ন পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করা হচ্ছে। এ বিষয়ে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইউনিস খান বলেছেন, পুরস্কারের প্রতিশ্রুতি যেন পূরণ করা হয়। শুধু প্রচারের জন্য যেন পুরস্কারের কথা ঘোষণা করা হয়।


পাকিস্তানের এক ব্যবসায়ী রিয়াজ মালিক ঘোষণা করেছেন, ফকরকে জমি এবং ১০ লক্ষ পাকিস্তানি টাকা দেবেন। দলের বাকিদের সম পরিমাণ অর্থ এবং ছোটমাপের জমি দেবেন। এই খবর জানার পর ইউনিস বলেছেন, ‘খেলোয়াড়দের পুরস্কার দেওয়া হচ্ছে এটা খুব ভাল কথা। কিন্তু রিয়াজ মালিককে মনে করিয়ে দিতে চাই, ২০০৯ সালে আমরা টি-২০ বিশ্বকাপ জেতার পরেও এই ধরনের পুরস্কারের কথা ঘোষণা করা হয়েছিল। কিন্তু সেই প্রতিশ্রুতি এখনও পূরণ হয়নি। তাই অনুরোধ করব, এবার যেন প্রতিশ্রুতি পূরণ করা হয়।’