দিল্লি ক্যাপিটালসকে ১৪ রানে হারাল কিংস ইলেভেন পঞ্জাব
Web Desk, ABP Ananda | 01 Apr 2019 08:26 PM (IST)
মোহালি: দিল্লি ক্যাপিটালসকে ১৪ রানে হারিয়ে দিল কিংস ইলেভেন পঞ্জাব। পঞ্জাবের ১৬৬/৯ স্কোরের জবাবে ১৯.২ ওভারে দিল্লি শেষ হয়ে গেল ১৫২ রানে। ঘরের মাঠে ম্যাচে ক্রিস গেইলকে ছাড়া নেমেছিল কিংস ইলেবেন পঞ্জাব। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে অবশ্য শুরুতেই সমস্যায় পড়ে যায় রবিচন্দ্রন অশ্বিনের দল। টস হেরে প্রথম ব্যাট করতে হয় পঞ্জাবকে। কিন্তু দিল্লির নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল পঞ্জাব। শেষ পর্যন্ত অবশ্য লড়াই করার মতো স্কোর তুলেছে প্রীতি জিন্টার দল। নির্ধারিত ২০ ওভারে তারা তুলেছে ১৬৬/৯। পঞ্জাবকে ভদ্রস্থ জায়গায় পৌঁছে দিলেন ডেভিড মিলার ও সরফরাজ খান। মারকুটে ব্যাটিংয়ের জন্য দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার ডেভিড মিলার ক্রিকেটবিশ্বে পরিচিত 'কিলার মিলার' নামে। সোমবার মোহালিতে তিনি ৩০ বলে চারটি চার ও দুটি ছক্কা মেরে করলেন ৪৩ রান। সরফরাজ ২৯ বলে করেছেন ৩৯ রান। তাঁর ইনিংসে ছিল ছটি বাউন্ডারি। দিল্লির বোলারদের মধ্যে সেরা ক্রিস মরিস। চার ওভারে ৩০ রানের বিনিময়ে তিনি তুলে নেন কে এল রাহুল-মিলার-সহ তিন উইকেট। দুটি করে উইকেট আগের ম্যাচের নায়ক কাগিসো রাবাডা ও সন্দীপ লামিছানের। জবাবে ব্যাট করতে নেমে প্রথম বলেই ছন্দে থাকা ওপেনার পৃথ্বী শকে হারায় দিল্লি। শিখর ধওয়ান ও শ্রেয়স আইয়ার ইনিংসের হাল ধরলেও খুব একটা সাবলীল ছিলেন না। ২৫ বলে ৩০ রান করে ফেরেন ধওয়ান। শ্রেয়স করেন ২২ বলে ২৮ রান। পরের দিকে ঝোড়ো ব্যাটিং করে লড়াই জমিয়েছিলেন ঋষভ পন্থ ও কলিন ইনগ্রাম। ২৬ বলে ৩৯ রান করেন পন্থ। ইনগ্রাম ২৯ বলে ৩৮ রানে আউট হন। তবে শেষরক্ষা হয়নি। তাঁরা ফেরার পরই তাসের ঘরের মতো ভেঙে পড়ে দিল্লির ব্যাটিং। স্যাম কারান ১১ রানে ৪ উইকেট নিয়েছেন। শামি ও অশ্বিন দুটি করে উইকেট নেন।