পুণেকে হারিয়ে আইপিএল অভিযান শুরু কিংস ইলেভেন পঞ্জাবের
Web Desk, ABP Ananda | 08 Apr 2017 06:03 PM (IST)
ইন্দৌর: মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জয় দিয়ে আইপিএল অভিযান শুরু করলেও, দ্বিতীয় ম্যাচেই মুখ থুবড়ে পড়ল রাইজিং পুণে সুপারজায়ান্টস। আজ সহজেই পুণেকে ৬ উইকেটে হারিয়ে দিল কিংস ইলেভেন পঞ্জাব। অধিনায়ক গ্লেন ম্যাক্সওয়েল ৪৪ এবং ডেভিড মিলার ৩০ রানে অপরাজিত থাকেন। আজ টসে জিতে বিপক্ষকে ব্যাট করতে পাঠান ম্যাক্সওয়েল। প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৬৩ রান করে স্টিভ স্মিথের দল। অর্ধশতরান করেন বেন স্টোকস (৫০)। লড়াই করেন মনোজ তিওয়ারিও (৩৯)। তবে পঞ্জাবের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সুবাদেই বড় স্কোর করতে পারেনি পঞ্জাব। মুম্বইয়ের বিরুদ্ধে অসাধারণ ব্যাটিং করলেও, আজ বড় রান পেলেন না স্মিথ। তিনি ২৬ রান করেই প্যাভিলিয়নে ফিরলেন। প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিও ব্যর্থ হন। তিনি মাত্র ৫ রান করেন। সন্দীপ শর্মা দুটি উইকেট নেন। পঞ্জাবের ব্যাটিং লাইনআপ যথেষ্ট শক্তিশালী। ফলে পুণের রান টপকে গিয়ে জয় পাওয়া মোটেই কঠিন হয়নি। হাশিম আমলা করেন ২৮ রান। ঋদ্ধিমান করেন ১৩ রান।