মুম্বই: মণীশ পাণ্ডের ঝোড়ো ইনিংসের দৌলতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২০ ওভারে ৭ উইকেট খুইয়ে ১৭৮ রান তুলল কলকাতা নাইট রাইডার্স।
এদিন ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা।
প্রথম ম্যাচের মতো আজও ইনিংসের সূচনাটা ভাল করেছিলেন গৌতম গম্ভীর ও ক্রিস লিন। কিন্তু ছন্দপতন ঘটে পঞ্চম ওভারে। ১৯ রান করেই আউট হন কেকেআর অধিনায়ক। দ্রুত প্যাভিলিয়নে ফিরে যান রবিন উথাপ্পা (৪)।
এই পরিস্থিতিতে ব্যাট করতে নামেন মণীশ। ক্রিস লিনকে সঙ্গে নিয়ে ইনিংস সাজানোর দিকে মন দেন। কিন্তু, ৩২ রান করে লিন আউট হওয়ার পর এদিন রান তোলার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন পাণ্ডে।
ছবি সৌজন্যে ট্যুইটার
এদিন ৪৭ বলে বিস্ফোরক ৮১ রান করে অপরাজিত থাকেন পাণ্ডে। তাঁর ইনিংস সাজানো ছিল ৫টি চার ও ৫টি ছক্কায়। অন্যদিকে, মু্ম্বইয়ের বোলারদের মধ্যে শীর্ষে ছিলেন ক্রুনাল পাণ্ড্য। চার ওভারে ২৪ রান দিয়ে তিনি ৩ উইকেট তুলে নেন। এছাড়া, মালিঙ্গা পেয়েছেন ২টি, ম্যাক ক্লেনাহান ও বুমরাহ পেয়েছেন একটি করে উইকেট।
কেকেআর দল- গৌতম গম্ভীর (অধিনায়ক), ক্রিস লিন, রবি উথাপ্পা, মণীশ পাণ্ডে, ইউসুফ পাঠান, সূর্যকুমার যাদব, ক্রিস উকস, কুলদীপ যাদব, অঙ্কিত রাজপুত, সুনীল নারিন ও ট্রেন্ট বোল্ট।
মুম্বই ইন্ডিয়ান্স দল- পার্থিব পটেল, জোস বাটলার, রোহিত শর্মা, নীতীন রানা, ক্রুনাল পাণ্ড্য, কাইরেন পোলার্ড, হার্দিক পাণ্ড্য, হরভজন সিংহ, মিচেল ম্যাকক্লেনাঘান, লসিথ মালিঙ্গা ও যশপ্রীত বুমরাহ।