মুম্বই: ডিসেম্বরে কলকাতাতেই আইপিএলের নিলাম। তার আগে রবিন উথাপ্পা, ক্রিস লিনের মতো একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কলকাতা নাইট রাইডার্স। ট্রেন্ট বোল্টের জন্য আপ্রাণ চেষ্টা করেও শেষ পর্যন্ত ব্যর্থ শাহরুখ খানের দল। কিউয়ি পেসারকে তুলে নিল মুম্বই ইন্ডিয়ান্স।
শুক্রবার ফ্র্যাঞ্চাইজিগুলোকে জানাতে হত, নিলামের আগে কোন ক্রিকেটারকে রাখা হবে আর কাদের ছাড়া হবে। লিন ও উথাপ্পা ছাড়াও আরও নয় ক্রিকেটারকে ছেড়েছে কেকেআর। যার মধ্যে উল্লেখযোগ্য নাম অনরিখ নর্তজে, কার্লোস ব্রাথওয়েট, জো ডেনলি, কে সি কারিয়াপ্পা, পীযূষ চাওলা। রাখা হল সুনীল নারাইন, আন্দ্রে রাসেল, হ্যারি গার্নি, দীনেশ কার্তিক, কমলেশ নাগারকোটি, কুলদীপ যাদব, লকি ফার্গুসন, নীতীশ রানা, শুভমন গিলদের। মুম্বই ইন্ডিয়ান্স থেকে কেকেআরে এলেন সিদ্ধেশ লাড। নিলামে সাত জন ভারতীয় ক্রিকেটারের সঙ্গে চার জন বিদেশি মিলিয়ে মোট এগারো জনকে নিতে পারবে কেকেআর।
ক্রিস লিনকে গত বছরের নিলামে ৯ কোটি ৬০ লক্ষ টাকায় কিনেছিল নাইটরা। লিনই ছিলেন সবচেয়ে দামি বিদেশি ক্রিকেটার। সূত্রের খবর, লিনের জন্য এত টাকা খরচে আর রাজি নয় কেকেআর। আসন্ন নিলামে ফের লিনকে কেনা হতে পারে। তবে কম মূল্যে পেলে তবেই। অন্যদিকে, ২০১৪ থেকে টানা কেকেআরে খেলেছেন উথাপ্পা ও চাওলা। তবে গত মরসুমে তাঁদের পারফরম্যান্সে শাহরুখের দল খুব একটা সন্তুষ্ট নয় বলেই খবর। সেই কারণে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত।
সব চেয়ে বেশি ১২জন ক্রিকেটার ছেড়ে দিয়েছে বিরাট কোহালির দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। যার মধ্যে রয়েছেন ডেল স্টেন, কলিন ডি গ্র্যান্ডহোম, শিমরন হেটমায়ার। সব চেয়ে কম ৫ জন ক্রিকেটার ছেড়েছে সানরাইজার্স হায়দরাবাদ। যার মধ্যে রয়েছেন নির্বাসিত শাকিব আল হাসান, মার্টিন গাপ্টিল ও ইউসুফ পাঠান। কিংস ইলেভেন পঞ্জাব ছেড়েছে ডেভিড মিলার-সহ আট ক্রিকেটারকে। গত বছরের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স ১৮ জন খেলোয়াড়কে রেখে দিলেও বাদ দিয়েছে যুবরাজ সিংহ, লাসিথ মালিঙ্গা-সহ ১২ জনকে। তিন বারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ২০ ক্রিকেটারকে রেখেছে। তারা ছেড়েছে ডেভিড উইলি, স্যাম বিলিংস, মোহিত শর্মা-সহ ছয় জনকে। দিল্লি ক্যাপিটালস ক্রিস মরিস, কলিন মুনরো, হনুমা বিহারি-সহ নয় জনকে ছাড়লেও রবিচন্দ্রন অশ্বিন, অজিঙ্ক রাহানেকে নিয়েছে তারা।
রাজস্থান রয়্যালস জানিয়ে দিয়েছে, আগামী মরসুমেও তাদের অধিনায়ক থাকবে স্টিভ স্মিথ।
উথাপ্পা-লিনকে ছেড়ে দিল কেকেআর, বোল্টের জন্য ঝাঁপিয়েও ব্যর্থ শাহরুখের দল, মুম্বই ছাড়ল যুবরাজকে
Web Desk, ABP Ananda
Updated at:
16 Nov 2019 01:50 PM (IST)
রাজস্থান রয়্যালস জানিয়ে দিয়েছে, আগামী মরসুমেও তাদের অধিনায়ক থাকবে স্টিভ স্মিথ।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -