KKR vs KXIP, Toss Update: পঞ্জাবের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাটিং করছে কলকাতা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 10 Oct 2020 03:07 PM (IST)
আজ জিতলে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে আসতে পারে কেকেআর।
আবু ধাবি: কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক দীনেশ কার্তিক। আজকের ম্য়াচে কেকেআর দলে একটি পরিবর্তন হয়েছে। চোট পাওয়ায় খেলতে পারছেন না শিবম মাভি। তাঁর বদলে খেলছেন প্রসিদ্ধ কৃষ্ণ। অন্যদিকে, পঞ্জাব দলেও একটি পরিবর্তন হয়েছে। শেল্ডন কট্রেলের বদলে দলে এসেছেন ক্রিস জর্ডন। আজও খেলার সুযোগ পেলেন না ক্রিস গেইল। কলকাতা নাইট রাইডার্স দল- রাহুল ত্রিপাঠি, শুবমান গিল, নীতীশ রানা, সুনীল নারাইন, ইয়ন মর্গ্যান, আন্দ্রে রাসেল, দীনেশ কার্তিক (অধিনায়ক), প্যাট কামিন্স, কমলেশ নাগরকোটি, প্রসিদ্ধ কৃষ্ণ ও বরুণ চক্রবর্তী। কিংস ইলেভেন পঞ্জাব দল- কে এল রাহুল (অধিনায়ক), ময়ঙ্ক অগ্রবাল, মনদীপ সিংহ, নিকোলাস পুরান, সিমরন সিংহ, গ্লেন ম্যাক্সওয়েল, মুজিব উর রহমান, ক্রিস জর্ডন, রবি বিষ্ণোই, মহম্মদ শামি ও আর্শদীপ সিংহ।