কলকাতা: আজ ইডেন গার্ডেন্সে আইপএলের (IPL 2023) ৫৬তম ম্যাচে একে অপরের মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ও রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। লিগ তালিকায় আপাতত পাঁচে রাজস্থান ও ছয়ে কলকাতা নাইট রাইডার্স। দুই দলের দখলেই আপাতত সমান সংখ্যক, ১১টি ম্য়াচ খেলে দখলে রয়েছে ১০ পয়েন্ট। প্লে-অফের দৌড়ে টিকে থাকার জন্য আজকের ম্যাচে দুই পয়েন্ট পাওয়া দুই দলের জন্যই ভীষণ গুরুত্বপূর্ণ। তাই দুই দলই মরিয়া হয়ে জয়ের লক্ষ্যে আজ মাঠে নামবে।


আজকের ম্য়াচে জয় যে কোনও দলকে প্লে-অফের আরেকটু এগিয়ে দেবে। আর পরাজিত দলকে তাকিয়ে থাকতে হবে অন্যান্য দলগুলির ম্যাচের ফলাফলের দিকে। তাই হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা করতেই পারেন ক্রিকেটপ্রেমীরা। 


কবে খেলা


আজ ১১ মে, বৃহস্পতিবার কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস একে অপরের মুখোমুখি হবে


কোথায় খেলা


আজকের খেলাটি হবে কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে


কখন শুরু ম্যাচ


এই ম্যাচটি শুরু হবে সন্ধে ৭.৩০ থেকে। তার ৩০ মিনিট আগে, অর্থাৎ সন্ধে ৭টায় টস হবে


কোথায় দেখবেন?


টিভিতে স্টার স্পোর্টসের একাধিক চ্যানেলে আইপিএলের এই ম্যাচটি দেখা যাবে


অনলাইনে কোথায় দেখা যাবে?


অনলাইনে জিও সিনেমায় দেখা যাবে কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালসের এই ম্যাচটি


হেড-টু-হেড


কেকেআর ও রাজস্থান একে অপরের বিরুদ্ধে আইপিএলের ইতিহাসে মোট ২৭ বার মুখোমুখি হয়েছে। মুখোমুখি সাক্ষাৎকারে কিন্তু কেকেআরেরই পাল্লা ভারি। কেকেআর এই দুই দলের লড়াইয়ে ১৪টি ম্যাচ জিতেছে। অপরদিকে, রাজস্থান জিতেছে ১২টি ম্যাচ। ইডেন গার্ডেন্সেও পরিসংখ্যানগত দিকে থেকে নাইটরাই এগিয়ে। ইডেনে নয়টি ম্যাচে কেকেআর ছয়টি জিতেছে, রাজস্থান জিতেছে দু'টি ম্যাচ। একটি ম্যাচ অমীমাংসিতই শেষ হয়।


পিচ পরিস্থিতি


বদলে গিয়েছে ইডেন গার্ডেন্সের (Eden Gardens) উইকেট। যে মাঠে এক সময় স্পিনারদের বল ছোবল মারত, সেখানে এখন পেসারদের রমরমা। বল পড়ে সাঁ সাঁ যায়। গতির সঙ্গে সঙ্গে রয়েছে বাউন্সের দোসরও।


একমাত্র ব্যতিক্রম চার নম্বর পিচ। যে বাইশ গজে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ খেলেছিল কলকাতা নাইট রাইডার্স (KKR vs PBKS)। যে উইকেটে অনেকটা পুরনো ইডেনের ছোঁয়া। যেখানে বল পড়ে কিছুটা থমকে আসছে। বল ঘুরছে। যে বাইশ গজে ছড়ি ঘোরাচ্ছেন স্পিনাররা। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে বরুণ চক্রবর্তী বল হাতে নাকানিচোবানি খাইয়েছিলেন। নাইট শিবির থেকেও বলা হয়েছিল যে, পাঞ্জাবের ইনিংস ১৭৯ রানে আটকে দিতে পারাটাই জয়ের রাস্তা গড়ে দিয়েছিল।


পাঞ্জাব ম্যাচের ঠিক তিনদিনের মাথায় রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) সঙ্গে খেলছে কেকেআর। ঘরের মাঠ ইডেনেই। প্লে অফের দৌড়ে থাকতে হলে বাকি তিন ম্যাচের মধ্যে তিনটিই জিততে হবে নাইটদের। আর এই পরিস্থিতিতে পয়মন্ত সেই চার নম্বর উইকেটেই খেলতে চাইছে কেকেআর। ইডেনের কিউরেটর সুজন মুখোপাধ্যায় জানালেন, চার নম্বর পিচেই কেকেআর বনাম রাজস্থান ম্যাচ হবে।


আরও পড়ুন: পার্ক না কি ট্রেডমিল? দৌড়নোর লাভ কোথায় বেশি? কোনটা বাছবেন?