বেঙ্গালুরু: শনিবার ২৮ বছর সম্পূর্ণ করলেন ভারতীয় দলের তারকা ব্যাটসম্যান কে এল রাহুল। ২০১৪ সালে অস্ট্রেলিয়ার মাটিতে অভিষেক। ক্রিকেটের তিন ফর্ম্যাটেই ভারতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন। তিনিই একমাত্র ওপেনার, অভিষেক ম্যাচ খেলতে নেমেই যাঁর টেস্টে ও একদিনের ক্রিকেটে সেঞ্চুরি রয়েছে। উইকেটকিপিংয়েও দক্ষ কর্নাটকের ক্রিকেটার। যে কারণে সম্প্রতি কয়েকটি টি-টোয়েন্টি ম্যাচে রাহুলকে দিয়ে কিপিং করানোর সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক বিরাট কোহলি।


জন্মদিনে জেনে নেওয়া যাক রাহুলের সম্পর্কে কিছু আকর্ষণীয় তথ্য:

  • ১৯৯২ সালের ১৮ এপ্রিল ম্যাঙ্গালোরে জন্মগ্রহণ করেন রাহুল। বাবা অধ্যাপক কে এন লোকেশ। রাহুলের মা রাজেশ্বরীও অধ্যাপিকা।

  • কে এন লোকেশ সুনীল গাওস্করের ভক্ত ছিলেন। চেয়েছিলেন সিনিয়র গাওস্করের ছেলের নামে নিজের সন্তানের নামকরণ করতে। কিন্তু রোহনের বদলে ভুল করে তিনি রাহুল নাম রেখে ফেলেন ছেলের।

  • রাহুল ছোট থেকেই আর এক রাহুল, রাহুল শরদ দ্রাবিড়ের ভক্ত। ভারতীয় ক্রিকেটের ‘দ্য ওয়াল’কে আদর্শ করেই বেড়ে ওঠা।

  • রাহুলের অভিষেক টেস্ট ম্যাচ ছিল মহেন্দ্র সিংহ ধোনির শেষ টেস্ট। ধোনিই রাহুলের হাতে টেস্ট ক্যাপ তুলে দেন।

  • রাহুলই একমাত্র ওপেনার যাঁর টেস্ট ও ওয়ান ডে অভিষেকেই সেঞ্চুরি রয়েছে।

  • একদিনের আন্তর্জাতিকে একমাত্র ভারতীয় ক্রিকেটার হিসাবে অভিষেক ম্যাচেই সেঞ্চুরি রয়েছে রাহুলের।

  • আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফর্ম্যাটেই সেঞ্চুরি করা তিনজন ভারতীয় ক্রিকেটারের মধ্যে অন্যতম রাহুল।

  • আইপিএলে ১৪ বলে হাফসেঞ্চুরি করার রেকর্ড রয়েছে রাহুলের। সেটাই আইপিএলে দ্রুততম হাফসেঞ্চুরি।


 

করোনা সংক্রমণের জেরে আইপিএল স্থগিত না হয়ে গেলে এই মরসুমে কিংস ইলেভেন পঞ্জাবকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল রাহুলেরই। অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভারতীয় দলের অন্যতম প্রধান ভরসা কর্নাটকের ডানহাতি ব্যাটসম্যান। আইসিসি-র টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের তালিকায় দুই নম্বরে আছেন রাহুল।