হায়দরাবাদ: গতকাল আইপিএল-এ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে ২১৩ রানের টার্গেট তাড়া করতে নেমেও শুরুতে মন্থর ব্যাটিংয়ের ব্যাখ্যা দিলেন কিংস ইলেভেন পঞ্জাবের ওপেনার লোকেশ রাহুল। তিনি বলেছেন, ‘এটাই আমাদের পরিকল্পনা ছিল। আমি বা ক্রিস গেইলের মধ্যে কোনও একজন ১৫-১৬ ওভার অবধি খেলতে চাইছিলাম যাতে অন্যরা হাত খুলে ব্যাটিং করতে পারে। কিন্তু তার মানে এই নয় যে আমি শট খেলিনি। আমি কয়েকবার শট খেলার চেষ্টা করেছিলাম। কিন্তু কয়েকটি শট বাউন্ডারির বাইরে চলে গেলেও, কয়েকটি ফিল্ডারদের হাতে চলে যায়।’
গতকালের ম্যাচে ৫৬ বলে ৭৯ রান করেন রাহুল। তাঁর স্ট্রাইক রেট ছিল ১৪১.০৭। তবে যখন ওভার প্রতি ১৫ রান দরকার ছিল, সেই সময় তিনি ৩৬ বলে মাত্র ৩৯ রান করে অপরাজিত ছিলেন। এ বিষয়ে আত্মপক্ষ সমর্থন করে এই ডানহাতি ব্যাটসম্যান বলেছেন, ‘সবসময় একজন ব্যাটসম্যান দারুণ শুরু করতে পারে না। সব ম্যাচেই ২০ বলে ৫০ রান করা যায় না। আমি জানি, সেট হয়ে গেলে পরে দ্রুত রান তুলতে পারব। আমরা ব্যাট করার সময় পার্টনারশিপ গড়ে তুলতে পারিনি। আমরা ভাল ব্যাটিং করছিলাম। কিন্তু যখনই তুলে মারতে গিয়েছি, বল ফিল্ডারের হাতে চলে গিয়েছে।’
দলের পরিকল্পনা অনুযায়ীই শুরুতে মন্থর ব্যাটিং করেছি, বলছেন রাহুল
Web Desk, ABP Ananda
Updated at:
30 Apr 2019 01:04 PM (IST)
গতকালের ম্যাচে ৫৬ বলে ৭৯ রান করেন রাহুল। তাঁর স্ট্রাইক রেট ছিল ১৪১.০৭। তবে যখন ওভার প্রতি ১৫ রান দরকার ছিল, সেই সময় তিনি ৩৬ বলে মাত্র ৩৯ রান করে অপরাজিত ছিলেন।
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -