মুম্বই: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম একদিনের ম্যাচে ৬ নম্বরে ব্যাটিং করতে নেমে ৩৩ বলে দু’টি বাউন্ডারি ও একটি ছক্কার সাহায্যে ২৮ রান করলেও, প্যাট কামিন্সের বাউন্সার হেলমেটে আছড়ে পড়ায় চোট পেয়ে ফিল্ডিং করতে নামতে পারলেন না ঋষভ পন্থ। তাঁর বদলে উইকেটের পিছনে রয়েছেন লোকেশ রাহুল। আইপিএল-এ কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে নিয়মিত কিপিং করলেও, এই প্রথম ভারতীয় দলের হয়ে উইকেটরক্ষকের দায়িত্ব সামলাচ্ছেন রাহুল।
এদিন ভারতের ইনিংসে ৪৪-তম ওভারের তৃতীয় বলে একইসঙ্গে চোট পান এবং আউট হন পন্থ। কামিন্সের বলে তিনি পুল করার চেষ্টা করেন। কিন্তু বলের গতি আন্দাজ করতে পারেননি। ব্যাটের কানায় লেগে বলটি হেলমেটে আছড়ে পড়ে। এরপর বলটি চলে যায় অ্যাশটন টার্নারের হাতে। তিনি সহজ ক্যাচ ধরে নেন। আউট হওয়ার পর চোটের শুশ্রুষা করতে যান পন্থ। বিসিসিআই-এর পক্ষ থেকে ট্যুইট করে জানানো হয়েছে, পন্থকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।