লন্ডন: ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের পঞ্চম তথা শেষ টেস্টের দ্বিতীয় দিন ব্যাট হাতে খুব একটা ভাল পারফরম্যান্স দেখাতে না পারলেও, ফিল্ডিংয়ের জন্য রেকর্ড গড়লেন ভারতীয় দলের ওপেনার লোকেশ রাহুল। তিনি ভারতীয়দের মধ্যে একটি টেস্ট সিরিজে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়ার রেকর্ড স্পর্শ করেছেন। ১৩ বছর আগে ২০০৪-০৫-এর বর্ডার-গাওস্কর ট্রফিতে ১৩টি ক্যাচ নিয়েছিলেন রাহুল দ্রাবিড়। ওভাল টেস্টের দ্বিতীয় দিন স্টুয়ার্ট ব্রডের ক্যাচ নিয়ে সেই রেকর্ড স্পর্শ করলেন রাহুল।
এই টেস্টের আগে ভারতীয়দের মধ্যে বিদেশের মাটিতে টেস্টে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়ার রেকর্ড গড়েন রাহুল। তিনি দ্বিতীয় ইনিংসে তিনটি ক্যাচ ধরতে পারলে টেস্ট সিরিজের ইতিহাসে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়ার রেকর্ডও গড়তে পারেন। এই রেকর্ড আছে অস্ট্রেলিয়ার জ্যাক গ্রেগরির দখলে। ১৯২০-২১ সালের অ্যাশেজ সিরিজে তিনি ১৫টি ক্যাচ নেন। দ্বিতীয় স্থানে গ্রেগ চ্যাপেল। তিনি ১৯৭৪-৭৫ সালের অ্যাশেজ সিরিজে ১৪টি ক্যাচ নেন।
দ্রাবিড়ের ১৩ বছরের পুরনো রেকর্ড স্পর্শ করলেন রাহুল
Web Desk, ABP Ananda
Updated at:
08 Sep 2018 11:58 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -