মুম্বই: 'বিগ বস ১৬' (Bigg Boss 16) শুরু হয়ে গিয়েছে। এমনিতেই এই অনুষ্ঠানের দর্শক সংখ্যা নেহাত কম নয়, তার ওপর যদি এক মঞ্চে সলমন-ক্যাটরিনাকে (Salman Khan And Katrina Kaif) নাচ করতে দেখা যায় তাহলে তো, কেয়া বাত! এমনই দেখা গেল 'বিগ বস ১৬'-এর আগামী পর্বের প্রোমোতে।


এক মঞ্চে সলমন-ক্যাটরিনা


সম্পর্ক ভেঙেছে বহুদিন। অতীত ভুলে এখন তিনি অন্য অভিনেতার গৃহিণী। তিনি ক্যাটরিনা কাইফ। অপরদিকে এখনও ব্যাচেলর সলমন খান। তবে তাঁদের প্রেম কাহিনি সম্পর্কে অবহিত নয় এমন মানুষ নেই বললেই চলে। 


এবার বিগ বসের মঞ্চে তাঁদেরই পুনর্মিলন? ঠিক তা না হলেও ফের একসঙ্গে মঞ্চে পা মেলাতে দেখা গেল ক্যাট-সলমনকে। সম্প্রতি বিগ বসের মঞ্চে নতুন ছবি 'ভূত পুলিশ'-এর প্রচারে হাজির হয়েছিলেন ক্যাটরিনা কাইফ, ইশান খট্টর, সিদ্ধান্ত চতুর্বেদী। সেখানেই অভিনেত্রীর সঙ্গে 'টিপ টিপ বরসা পানি'তে নাচ করলেন সলমন খান। মন খুলে সেই নাচের ভিডিও ভাইরাল এখন সোশ্যাল মিডিয়ায়। চ্যানেলের পক্ষ থেকে শেয়ার করা প্রোমোয় দেখা যাচ্ছে সেই নাচের ঝলক।


 






৯০-এর দশকের জনপ্রিয় 'টিপ টিপ বরসা পানি'তে দেখা গিয়েছিল অক্ষয় কুমার ও রবিনা টনডনকে। ১৯৯৪ সালের 'মোহরা' ছবির গান এটি। তবে ২০২১ সালের 'সূর্যবংশী' ছবিতে সেই গানের একটি আপবিট সংস্করণ প্রকাশ্যে আসে। অক্ষয়ের সঙ্গে দেখা যায় ক্যাটরিনাকে।


 






প্রোমোতে সলমনকে ক্যাটরিনা জিজ্ঞেস করেন যে ভূত হলে কার ওপর নজর রাখতে চাইবেন তিনি। সলমনের অকপট উত্তর, 'ভিকি কৌশল'। এরপর প্রশংসায় ভরিয়ে দেন তিনি 'মাসান' অভিনেতাকে। লজ্জায় লাল হয়ে যান স্ত্রী ক্যাটরিনা।


আরও পড়ুন: Bharti Singh: ভারতী-হর্ষের বিরুদ্ধে ২০০ পৃষ্ঠার চার্জশিট পেশ এনসিবির


প্রসঙ্গত, ক্যাটরিনা কাইফ ও সলমন খান একসঙ্গে অজস্র ছবিতে কাজ করেছেন। 'ভরত', 'এক থা টাইগার', 'টাইগার জিন্দা হ্যায়', 'ম্যায়নে পেয়ার কিউ কিয়া', 'পার্টনার' ইত্যাদি। এরপর তাঁদের 'টাইগার ৩' আসছে। পরের বছর ২১ এপ্রিল মুক্তি পাবে সেই ছবি।