নটিংহ্যাম: অস্ট্রেলিয়া ম্যাচে বাঁ হাতের বুড়ো আঙুলে চোটের কারণে আপাতত রিজার্ভ বেঞ্চে শিখর ধবন। অন্তত তিনটি ম্যাচ মাঠের বাইরে বসতে হবে এই বাঁ হাতি ওপেনারকে। নিউজল্যান্ড ম্যাচ তো বটেই, পাকিস্তান ও আফগানিস্তান ম্যাচেও পাওয়া যাবে না তাঁকে। আর এই অনাহুত সমস্যার কারণেই অন্যতম সফল ওপেনিং জুটিকে ভাঙতেই হবে ভারতকে। রোহিতের সঙ্গে ওপেনে ভাবা হচ্ছে লোকেশ রাহুলের কথা। আর রাহুল ওপেনে উঠে এলে চার নম্বর জায়গায় খেলতে পারেন অভিজ্ঞ দীনেশ কার্তিক। সুযোগ পেতে পারেন অলরাউন্ডার বিজয় শঙ্করও। আর যদি দুই ক্রিকেটারই প্রথম একাদশে থাকেন, তাহলে বাদ পড়ার সম্ভাবনা রয়েছে কেদার যাদবের।
প্ল্যান এ-তে ইতিমধ্যেই সফল হয়েছে ভারত। প্রথম দুই ম্যাচে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মতো প্রতিপক্ষকে হারিয়ে দল হ্যাটট্রিকের লক্ষ্যে। এমন সময় ধবনের চোট সমস্ত অঙ্ক বদলে ভারতকে প্ল্যান বি নিয়ে ভাবাতে বাধ্য করছে। নটিংহ্যামে ভারতের চিন্তার আরও এক কারণ রয়েছে। বৃষ্টিতে যেভাবে একের পর এক ম্যাচ পণ্ড হচ্ছে তাতে বৃষ্টির ভ্রুকুটি ভারতীয় শিবিরকে আরও ভাবিয়ে তুলছে। বৃষ্টির কারণে প্র্যাক্টিস তো দূর, গৃহবন্দি হয়েই থাকতে হচ্ছে বিরাটদের। জিম করেই কাটাতে হচ্ছে তাঁদের। ইনডোরেই প্রস্তুতি সারছে ব্ল্যাকক্যাপসও।
বিশ্বকাপে টানা তিন ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় সবার শীর্ষ রয়েছে কেন উইলিয়ামসনের দল। ট্রেন্ট ব্রিজে তাঁদের লক্ষ্য ভারতকে হারিয়ে চারে চার করা এবং শেষ চারের রাস্তা আরও মজবুত করা। মানসিকভাবে তৈরি ট্রেন্ট বোল্ট। ভারত ম্যাচে আগুন ঝরাতে প্রস্তুত লকি ফার্গুসনও। নিউজিল্যান্ডের এই বোলার ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিতে বল করার ক্ষমতা রাখেন। আর ট্রেন্ট ব্রিজের উইকেটে অতিরিক্ত বাউন্স থাকার কারণে আরও বেশি উত্তেজিত দেখাচ্ছে তাঁকে। খেলা হলে, ট্রেন্ট বোল্ট ও লকি ফার্গুসনের বিরুদ্ধে রোহিত-রাহুল জুটির দ্বৈরথই হতে চলেছে ম্যাচের অন্যতম সেরা আকর্ষণ। বিরাটও চাইবেন প্রস্তুতি ম্যাচে হারের হিসেবটাও কড়ায়-গণ্ডায় মিটিয়ে নিতে।