নয়াদিল্লি: বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ক্রীড়াবিদদের তালিকায় ফের একবার নাম উঠল ভারতীয় ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলির। সম্প্রতি, ২০১৯ সালের এমনই একটি তালিকা প্রকাশ করেছে ফোর্বস। সেখানে একমাত্র ভারতীয় হিসেবে জায়গা পেয়েছেন বিরাট।
মঙ্গলবার ঘোষিত হওয়া ওই তালিকার শীর্ষে রয়েছেন বার্সেলোনা ও আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসি। ফোর্বস এর তথ্য অনুযায়ী, বিভিন্ন সংস্থার বিজ্ঞাপন বাবদ কোহলির আয় বার্ষিক ২১ মিলিয়ন মার্কিন ডলার। এর পাশাপাশি ম্যাচ ফি, বোনাস, ম্যাচের পুরস্কার সংক্রান্ত পাওনা ও বোর্ডের বেতন বাবদ তিনি ৪ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছেন। ফলত, গত এক বছরে তাঁর মোট আয় দাঁড়িয়েছে ২৫ মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১৭৩.৪৮ কোটি টাকা।
গত বছর, তালিকায় ৮৩ তম স্থানে ছিলেন কোহলি। তবে, আয় ১ মিলিয়ন মার্কিন ডলার বাড়লেও, তালিকায় তিনি ১০০ তম স্থানে নেমে যান।
অন্যদিকে, বিশ্বের সর্বাধিক আয় করা ক্রীড়াবিদ হিসেবে অবসরপ্রাপ্ত বক্সার ফ্লয়েড মেওয়েদারকে সরিয়ে শীর্ষস্থান দখল করেছেন মেসি। গত বছর মেসির বার্ষিক আয় ছিল ১২৭ মিলিয়ন মার্কিন ডলার। আর্জেন্টাইন তারকার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী তথা জুভেন্তাস ও পর্তুগাল তারকা ক্রিশ্চিয়ানো রোনান্ডোর বার্ষিক আয় ১০৯ মিলিয়ন মার্কিন ডলার।
Exit Poll 2024
(Source: Poll of Polls)
বিশ্বের সর্বাধিক পারিশ্রমিক পাওয়া ক্রীড়াবিদদের তালিকায় কোহলি একমাত্র ভারতীয়
Web Desk, ABP Ananda
Updated at:
12 Jun 2019 10:59 AM (IST)
বিভিন্ন সংস্থার বিজ্ঞাপন বাবদ কোহলির আয় বার্ষিক ২১ মিলিয়ন মার্কিন ডলার। এর পাশাপাশি ম্যাচ ফি, বোনাস, ম্যাচের পুরস্কার সংক্রান্ত পাওনা ও বোর্ডের বেতন বাবদ তিনি ৪ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছেন।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -