মাউন্ট মাউনগানুই: প্রথম ম্যাচে অকল্যান্ডের ইডেন পার্কে ৫৬। পরের ম্যাচ ফের অকল্যান্ডের ইডেন পার্কেই অপরাজিত ৫৭। তারপর হ্যামিলটনের সেডেন পার্কে তৃতীয় ম্যাচে ২৭ ও চতুর্থ ম্যাচে ওয়েলিংটনের স্কাই স্টেডিয়ামে ৩৯ রানের ইনিংস। এই পর্যন্ত চার ম্যাচে কেএল রাহুলের স্কোর ছিল ১৭৯। রবিবার মাউন্ট মউনগানুইয়ের বে ওভালে ৪৫ রানের ইনিংস খেলে বিরাট কোহলির রেকর্ড ভেঙে দিলেন তিনি। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এক সিরিজে সর্বোচ্চ রানের মালিক হয়ে গেলেন রাহুল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের সিরিজে ভারতীয় এই ওপেনারের সংগ্রহ ২২৪ রান। প্রসঙ্গত, এই সিরিজে ম্যান অব দ্য সিরিজও হয়েছেন তিনি।


আরও পড়ুন- বুমরাহ-নবদীপের দুরন্ত বোলিং, পঞ্চম ম্যাচও জিতে সিরিজ হোয়াইটওয়াশ ভারতের



ভারতীয়দের মধ্যে এর আগে বিরাটই ছিলেন কোনও টি-টোয়েন্টি সিরিজের সর্বোচ্চ স্কোরার। ২০১৬ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩ ম্যাচের সিরিজে বিরাট করেছিলেন ১৯৯। এদিন সেই রেকর্ড ভেঙে দিয়ে শীর্ষ স্থানে চলে এলেন রাহুল। শুধু বিরাটই নন, কলিন মুনরোর একটি টি-টোয়েন্টি সিরিজে ২২৩ রানের রেকর্ডও এদিন গুড়িয়ে দিয়েছেন কর্ণাটকের এই ব্যাটসম্যান।