প্রথম টেস্টে খেলছেন না জ্বরে কাবু লোকেশ রাহুল
Web Desk, ABP Ananda | 24 Jul 2017 04:31 PM (IST)
গল: ভাইরাল ফিভারে আক্রান্ত লোকেশ রাহুল শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে খেলতে পারবেন না। বিসিসিআই-এর পক্ষ থেকে এক বিবৃতিতে এমনই জানানো হয়েছে। ভারতীয় দলের চিকিৎসকরা জানিয়েছেন, রাহুল সুস্থ হয়ে উঠছেন। তবে তাঁরা কোনও ঝুঁকি নিতে চাইছেন না। সেই কারণেই প্রথম টেস্টে রাহুলকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বুধবার থেকে শুরু হচ্ছে প্রথম টেস্ট। তার আগে কলম্বোয় সফরের একমাত্র প্রস্তুতি ম্যাচে অর্ধশতরান করেন ভারতের এই তরুণ ওপেনার। তবে জ্বরে কাবু হওয়ায় দলের সঙ্গে গলে যাননি। তিনি কলম্বোতেই রয়ে গিয়েছেন। কবজির চোট না সারায় আগেই এই সিরিজ থেকে ছিটকে গিয়েছেন অপর ওপেনার মুরলী বিজয়। এবার রাহুলও প্রথম টেস্টে খেলতে না পারায় গলে ওপেন করবেন শিখর ধবন ও অভিনব মুকুন্দ।