করাচি: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলছে পাকিস্তান তাদের ঘরের মাঠে। কিন্তু এবার সেই সিরিজ নিয়েই পাক ক্রিকেটের অন্দরে লেগে গেল দ্বন্দ্ব। রাওয়ালপিণ্ডিতে প্রথম টেস্টে ড্র হয়েছিল। কিন্তু সেই ম্যাচের পিচ নিয়ে প্রশ্ন উঠেছিল আগেই। কেন এমন ডেড পিচ বানানো হয়েছে পিসিবির তরফে, তা নিয়েই প্রশ্ন উঠেছে। এবার করাচি টেস্টে প্রথমে ব্যাট করে কমপক্ষে প্রায় সাতটি সেশনে ব্য়াট করে বোর্ডে পাঁচশোর বেশি রান তুলে নেয়। বোলারদের জন্য কোনও সুবিধেই নেই পিচে, এমনই মনে হচ্ছিল খেলা দেখে। এবার তাই পিসিবি প্রধান রামিজ রাজাকেও নিশানায় রেখে এই সিরিজকে বোরিং বললেন আক্রম।  


এক সাক্ষাৎকারে আক্রম বলেন, ''আমাদের সময় অধিনায়কের মর্জির ওপর এই বিষয়টি নির্ভর করল। শেষ ২ টো টেস্ট ম্যাচ  আমি দেখার চেষ্টা করছিলাম, কিন্তু শেষ পর্যন্ত পারিনি। আমাদের সময় ওয়েস্ট ইন্ডিজ যখন পাকিস্তান সফরে আসত, তখন ইমরান অধিনায়ক থাকাকালিন আমাদের তরফে স্লো পিচ করার চেষ্টা করা হত।''


আক্রম আরও বলেন, ''অন্তত পক্ষে খেলার ফল যাতে বের হয়, সেদিকে নজর দেওয়া হত। তার জন্য টার্নিং পিচ করা হত, যাতে কোনও ফল নির্ধারিত হয় ম্যাচের। পিচ তৈরির সময় একটা ভাবনা মাথায় কাজ করত। আমার মনে হয় যে বা যাঁরা এই পিচ বানিয়েছেন, তাঁদের পুরনো থেকে শিক্ষা নেওয়া উচিত। সত্যি কথা বলতে এই ধরণের পিচ ও এই ধরণের খেলা ভীষণ বোরিং।''


এর আগে রাওয়ালপিণ্ডির পিচ সম্পর্কে রামিজ রাজা বলেছিলেন, ‘‘আমি বুঝতে পারছি ম্যাচের ফল না হওয়ায় সমর্থকরা হতাশ হয়েছেন। কিন্তু আমাদের ভাবতে হবে এখনও অনেক খেলা বাকি আছে। শুরুতেই আমরা এমন উইকেট বানাতে চাইনি যেখানে বলের গতি ও উচ্চতা অনেক বেশি হয়। তা হলে খেলা অস্ট্রেলিয়ার হাতে চলে যেত।’’ এই সিরিজের পরই, অস্ট্রেলিয়া থেকে মাটি নিয়ে এসে পরীক্ষা করে পাকিস্তানে ভাল পিচ তৈরি করার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন রামিজ।