দলের এই পারফরম্যান্সে স্বাভাবিকভাবেই হতাশ আরসিবি সমর্থকরা। বিরাট ও ডিভিলিয়ার্স জানিয়েছেন, তাঁরাও হতাশ হয়েছেন। সমর্থকদের উদ্দেশে ডিভিলিয়ার্স বলেন, ‘সারা মরসুম ধরে সমর্থনের জন্য ধন্যবাদ। বিরাটও আমার সঙ্গে একমত হবে, গত ম্যাচটি মাত্র পাঁচ ওভারের হলেও এবং ফল না হলেও, সেটাই আমার জীবনের অন্যতম স্মরণীয় ম্যাচ। পারফরম্যান্সের ওঠা-পড়ার জন্য দুঃখিত। আশা করি শেষ ম্যাচে ভাল ফল হবে। আমাদের সমর্থন করে যান। আশা করি শেষ ম্যাচে এবং আগামী মরসুমে বিশেষ কিছু হবে।’ বিরাট বলেন, ‘এই মরসুমে একটা ম্যাচ বাকি। এই মরসুম আমাদের কাছে হতাশাজনক। তবে আগামী মরসুমে আমরা ভাল খেলার চেষ্টা করব। যে ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়, সেই ম্যাচেও আপনারা তিন ঘণ্টা অপেক্ষা করেছিলেন এবং ব্যাট করতে নামার সময় আমাদের উৎসাহিত করেছিলেন। এটা আমাদের হৃদয়ে বিশেষ অনুভূতি হিসেবে থাকবে। আপনারাই সেরা সমর্থক। আপনাদের ধন্যবাদ।’ পারফরম্যান্সের ওঠা-পড়ার জন্য আরসিবি সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন বিরাট, এবি
Web Desk, ABP Ananda | 04 May 2019 08:28 PM (IST)
আজই এবারের আইপিএল-এ শেষ ম্যাচ খেলতে নেমেছে আরসিবি। আটটি ম্যাচে হেরে আগেই বিরাটদের প্লে-অফে যাওয়ার আশা শেষ হয়ে গিয়েছে।
ফাইল ছবি
বেঙ্গালুরু: এবারের আইপিএল-এ হতশ্রী পারফরম্যান্সের জন্য রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন বিরাট কোহলি ও এবি ডিভিলিয়ার্স। আজ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচের আগে এক ভিডিও বার্তায় সমর্থকদের ধন্যবাদ জানিয়ে তাঁদের কাছে দুঃখপ্রকাশ করেন বিরাট ও ডিভিলিয়ার্স। আজই এবারের আইপিএল-এ শেষ ম্যাচ খেলতে নেমেছে আরসিবি। আটটি ম্যাচে হেরে আগেই বিরাটদের প্লে-অফে যাওয়ার আশা শেষ হয়ে গিয়েছে। তাঁরা মাত্র চারটি ম্যাচ জিতেছেন। একটি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। লিগ টেবলে সবার নীচে আরসিবি।