ম্যাঞ্চেস্টার: বর্তমানে ভারতীয় দলের সঙ্গে পাকিস্তানের পার্থক্য এতটাই বেশি, বিরাট কোহলিদের মুখোমুখি হওয়ার আগে রীতিমতো ভয় পাচ্ছেন সরফরাজ আহমেদরা। এমনই বললেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ওয়াকার ইউনিস। তাঁর মতে, এবারের বিশ্বকাপের ম্যাচে দু’দলের বিশাল পার্থক্য প্রকট হয়ে গিয়েছে।
আইসিসি-র হয়ে কলম লিখতে গিয়ে ওয়াকার বলেছেন, ‘গত কয়েক বছরে ভারত ও পাকিস্তানের পার্থক্য অনেকটা বেড়ে গিয়েছে। রবিবার ওল্ড ট্র্যাফোর্ডে ফের সেটা দেখা গিয়েছে। পাকিস্তান এখনও শুধু প্রতিভার উপর নির্ভর করে আছে। অন্যদিকে, ভারত দলগত খেলার উপর জোর দিচ্ছে। ভারতীয় ক্রিকেটাররা নিজেদের দায়িত্ব সম্পর্কে ওয়াকিবহাল। তাঁরা সেই দায়িত্ব ভালভাবে পালন করেন। ন’য়ের দশকে আমাদের ভাল দল ছিল। কিন্তু এই ভারতীয় দল পাকিস্তানকে ভয় পাইয়ে দিচ্ছে। বিশ্বকাপে ভারতের মুখোমুখি হওয়ার আগে পাকিস্তান সবসময় চাপে থাকে। দেখে মনে হয় পাকিস্তান দল দুর্বল। ভারতের সঙ্গে পাল্লা দিতে হলে পাকিস্তান দলের সংস্কৃতি বদল করতে হবে এবং ফিটনেসের উন্নতি করতে হবে।’
ভারতের বিরুদ্ধে টসে জিতেও ফিল্ডিং নেওয়ায় সরফরাজের সমালোচনা করে ওয়াকার বলেছেন, ‘টসের সময় ভুল করেছে সরফরাজ। দলে যখন দুই স্পিনার আছে, তখন প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেওয়া উচিত হয়নি। এছাড়া পাকিস্তানের বোলাররাও ভাল পারফরম্যান্স দেখাতে পারেনি। ওরা ঠিক জায়গায় বল রাখতে পারছিল না। ফলে ভারতীয় ব্যাটসম্যানরা সহজেই রান করতে পেরেছে। ভুলে গেলে চলবে না, ভারতীয় দলে ভালমানের ব্যাটসম্যান আছে। ওরা খারাপ বলের জন্য অপেক্ষা করে থাকে। তবে পাকিস্তানের বোলারদের ধারাবাহিকতার অভাব থাকায় ভারতীয় ব্যাটসম্যানদের বিশেষ কিছু করতে হয়নি। শুধু মহম্মদ আমিরই ভারতীয় ব্যাটসম্যানদের উপর কিছুটা চাপ তৈরি করতে পেরেছিল।’
ভারতীয় দলকে ভয় পাচ্ছে পাকিস্তান, বলছেন ওয়াকার
Web Desk, ABP Ananda
Updated at:
18 Jun 2019 05:11 PM (IST)
আইসিসি-র হয়ে কলম লিখতে গিয়ে ওয়াকার বলেছেন, গত কয়েক বছরে ভারত ও পাকিস্তানের পার্থক্য অনেকটা বেড়ে গিয়েছে।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -