পোর্ট অফ স্পেন: অনিল কুম্বলের পদত্যাগ নিয়ে বিতর্ক তুঙ্গে। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে লজ্জাজনক হারের ক্ষত এখনও শুকোয়নি। এরই মধ্যে কাল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল। গত বছর এই ক্যারিবিয়ান সফর থেকেই ভারতের প্রধান কোচ হিসেবে কুম্বলের যাত্রা শুরু হয়েছিল। কিন্তু এবার তিনি ওয়েস্ট ইন্ডিজের বিমান না ধরে পদত্যাগ করেছেন। কোচ ছাড়াই খেলতে নামছে ভারত।
মাঠের বাইরের ঘটনা নিয়ে বিতর্ক থাকলেও, প্রতিপক্ষ নিয়ে অবশ্য ভারতের খুব বেশি চিন্তা থাকার কথা নয়। সম্প্রতি আফগানিস্তান যথেষ্ট বেগ দিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। তিন ম্যাচের সিরিজে পিছিয়ে পড়ে কোনওরকমে ১-১ ড্র করতে সক্ষম হয়েছে জেসন হোল্ডারের দল। এই দলের বিরুদ্ধেই এবার পাঁচটি একদিনের ম্যাচ এবং একটি টি-২০ ম্যাচ খেলবে ভারত। ফলে এই সিরিজে ফেভারিট হিসেবেই খেলতে নামছে বিরাট কোহলির দল। কুম্বলের অনুপস্থিতিতে ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার ও বিরাটই দল নির্বাচন সহ যাবতীয় বিষয় দেখছেন। ওয়েস্ট ইন্ডিজকে বড় ব্যবধানে হারিয়ে যাবতীয় বিতর্কে ইতি টানাই বিরাটের লক্ষ্য।
এই সিরিজে পেসার যশপ্রীত বুমরাহ এবং তারকা ব্যাটসম্যান রোহিত শর্মাকে বিশ্রাম দেওয়া হয়েছে। ফলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ না পাওয়া বাংলার পেসার মহম্মদ সামি এবার খেলার সুযোগ পেতে পারেন। অজিঙ্ক রাহানেও টপ অর্ডারে ফিরতে পারেন। ঋষভ পন্থ ও কুলদীপ যাদবকেও সুযোগ দেওয়া হতে পারে।
বিতর্কের আবহে কাল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচ ভারতের
Web Desk, ABP Ananda
Updated at:
22 Jun 2017 05:38 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -