অ্যান্টিগা: অধিনায়ক বিরাট কোহলির দ্বিশতরান এবং আর অশ্বিনের সেঞ্চুরির দৌলতে অ্যান্টিগা টেস্টে চালকের আসনে ভারত। চা পানের বিরতির পর ৮ উইকেটে ৫৬৬ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে ভারত। জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ইনিংসের শুরুতেই ধাক্কা খেল। মহম্মদ সামির বলে আউট হন রাজেন্দ্র চন্দ্রিকা। দ্বিতীয় দিনের খেলার শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১ উইকেটে ৩১ রান। ভারতের থেকে তারা ৫৩৫ রানে পিছিয়ে রয়েছে।
দ্বিতীয় দিন অ্যান্টিগার স্যর ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে কেরিয়ারের প্রথম দ্বিশতরান সম্পূর্ণ করেন কোহলি। কোনও ভারত অধিনায়কের টেস্টে দেশের বাইরে এটাই প্রথম দ্বিশতরান। প্রথম দিনে ১৪৩ রানে অপরাজিত ছিলেন কোহলি। শেষপর্যন্ত ২৮৩ বলে ২০০ রান করে আউট হন তিনি। তাঁকে যোগ্যসঙ্গত করেন অশ্বিন। তিনি ২৫৩ বলে করেন ১১৩ রান। টেস্টে অশ্বিনের এটি তৃতীয় শতরান। দুজনের জুটিতে ১৬৮ রান যোগ হয়।
প্রথম দিনের ৪ উইকেটে ৩০২ রান নিয়ে খেলা শুরু করে ভারত। ওয়েস্ট ইন্ডিজের বোলাররা কোনও ছাপই ফেলতে পারেননি। এর ওপর বিশ্রি ফিল্ডিংও ডোবায় ক্যারিবিয়ানদের। ইনিংসের শেষপর্বে টেল-এন্ডার অমিত মিশ্রও ক্যারিবিয়ান বোলারদের পিটিয়ে ৬৮ বলে ৫৩ রান করেন। ঋদ্বিমান সাহা ৪০ রান করেন।
রানের পাহাড়ে ভারত, শুরুতেই উইকেট হারিয়ে চাপে ওয়েস্ট ইন্ডিজ
ABP Ananda, web desk
Updated at:
23 Jul 2016 01:50 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -