কানপুর: ষষ্ঠ ভারতীয় ব্যাটসম্যান হিসেবে একদিনের আন্তর্জাতিক ম্যাচে ৯,০০০ রান করলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। আজ কানপুরের গ্রিনপার্কে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে এই নজির গড়লেন বিরাট। একইসঙ্গে তিনি এ বছর ষষ্ঠ শতরান করে সব দলের অধিনায়ককে টপকে গেলেন। এর আগে সৌরভ গঙ্গোপাধ্যায় (২০০০), রিকি পন্টিং (২০০৩ ও ২০০৭), গ্রেম স্মিথ (২০০৫) ও এবি ডিভিলিয়ার্স (২০১৫) এক বছরে পাঁচটি করে শতরান করেছিলেন। তাঁদের পিছনে ফেলে দিলেন বিরাট। আজ ৩৭-তম ওভারের শেষ বলে কলিন ডে গ্র্যান্ডহোমের বলে বাউন্ডারি মেরে দ্রুততম ৯,০০০ রানের নজির গড়েন বিরাট। ২০২-তম ইনিংসে তিনি ৯,০০০ রান করলেন। এর আগে ভারতীয়দের মধ্যে সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, সৌরভ গঙ্গোপাধ্যায়, মহম্মদ আজহারউদ্দিন ও মহেন্দ্র সিংহ ধোনি ৯,০০০ রান করেন। আজ ১১৩ রান করে আউট হন বিরাট। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর শতরানের সংখ্যা এখন ৩২। এক্ষেত্রে বিরাটের আগে শুধু ৪৯টি শতরান করা সচিন।