হায়দরাবাদ: অধিনায়কত্বের চাপে ব্যাটিং কোনওভাবে ক্ষতিগ্রস্ত তো হয়ইনি, বরং আরও ভাল হয়েছে। অধিনায়কত্বের দায়িত্ববোধ আত্মতুষ্টি আসতে দেয়নি। এর ফলেই টানা চারটি টেস্ট সিরিজে দ্বিশতরানের রেকর্ড গড়া সম্ভব হয়েছে। এমনই জানালেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি।


বাংলাদেশের বিরুদ্ধে হায়দরাবাদ টেস্টের দ্বিতীয় দিন রেকর্ড গড়ার পরে বিরাট বলেছেন, ‘আমার মনে হয় একজন সাধারণ ব্যাটসম্যান যেভাবে খেলতাম, অধিনায়ক হওয়ার পর তার চেয়ে ভাল খেলার চেষ্টা করছি। অধিনায়ক হওয়ার পর আত্মতুষ্টির কোনও জায়গাই নেই। তার ফলেই আমি লম্বা ইনিংস খেলতে পারছি।’

অধিনায়ক হওয়ার আগে এবং পরবর্তীকালে ব্যাটিংয়ের ধরনে বদলের উদাহরণ দিতে গিয়ে বিরাট বলেছেন, ‘আমি বরাবরই লম্বা ইনিংস খেলতে চাইতাম। কিন্তু প্রথম সাত-আটটা শতরানের ইনিংসে ১২০ রানের বেশি করতে পারিনি। তারপর অনেক চেষ্টা করে উত্তেজনা নিয়ন্ত্রণে আনতে পেরেছি। কোনও সময়ই আত্মতুষ্ট হই না। তার ফলেই লম্বা ইনিংস খেলতে পারছি।’

টানা চারটি টেস্ট সিরিজে দ্বিশতরান করে রাহুল দ্রাবিড় ও ডন ব্র্যাডম্যানকে টপকে গিয়েছেন বিরাট। এই সাফল্যের জন্য দায়িত্ববোধ ছাড়াও ফিটনেস এবং মানসিকতা বদলের কথা উল্লেখ করেছেন ভারতের অধিনায়ক।