নয়াদিল্লি: এবারের আইপিএল-এ প্লে-অফে যাওয়ার সম্ভাবনা ক্ষীণ। শনিবার দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে হেরে গেলে সেই সম্ভাবনাটুকুও শেষ হয়ে যেত। কিন্তু চ্যাম্পিয়নরা তো চাপের মুখেই সেরা খেলা দেখান। সেই প্রবাদই ফের প্রমাণ করে দিলেন বিরাট কোহলি ও এ বি ডিভিলিয়ার্স। তাঁদের অসাধারণ ইনিংসের সুবাদে দিল্লিকে ৫ উইকেটে হারিয়ে দিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। চলতি আইপিএল-এ চতুর্থ জয় তুলে নিয়ে বিরাটরা প্লে-অফের দৌড়ে থাকলেন।
এই ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বিরাট। দিল্লি ৪ উইকেটে ১৮১ রান করে। ঋষভ পন্থ ৬১, অভিষেক শর্মা ১৯ বলে অপরাজিত ৪৬ ও শ্রেয়াস আয়ার ৩২ রান করেন। যুজবেন্দ্র চাহল জোড়া উইকেট নেন। রান তাড়া করতে নেমে শুরুতেই মইন আলি (১) ও পার্থিব পটেলের (৬) উইকেট হারালেও, বিরাটের ৪০ বলে ৭০ ও ডিভিলিয়ার্সের ৩৭ বলে ৭২ রানের সুবাদে এক ওভার বাকি থাকতেই জয় পায় আরসিবি।