নয়াদিল্লি: শ্রীলঙ্কায় ত্রিদেশীয় টি-২০ সিরিজে ভারতের অধিনায়ক বিরাট কোহলি, প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি সহ প্রথম দলের একঝাঁক ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হল। কোহলি, ধোনি ছাড়াও বিশ্রাম দেওয়া হয়েছে ভুবনেশ্বর কুমার, জসপ্রীত বুমরাহ, হার্দিক পাণ্ড্য, কুলদীপ যাদবকে। এই সিরিজে ভারতের অধিনায়ক নির্বাচিত হয়েছেন রোহিত শর্মা। সহ-অধিনায়ক শিখর ধবন।

দল ঘোষণার পর প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ এক বিবৃতিতে জানিয়েছেন, ‘মহেন্দ্র সিংহ ধোনি বিশ্রাম চেয়েছিলেন। তাই এই সিরিজে তাঁকে পাওয়া যাবে না। আমরা ক্রিকেটারদের ওয়ার্কলোড এবং ভবিষ্যতের সিরিজগুলির কথা মাথায় রেখেই এই সিরিজের জন্য দল বেছে নিয়েছি। হাই-পারফরম্যান্স দলের সদস্যরা পরামর্শ দেন, আমাদের পেসারদের অ্যাথলেটিক পারফরম্যান্সের উন্নতি এবং চোটমুক্ত রাখার জন্য পর্যাপ্ত বিশ্রাম দেওয়া দরকার। সেই পরামর্শ মেনেই পেসারদের বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

শ্রীলঙ্কায় ৬ থেকে ১৮ মার্চ পর্যন্ত এই ত্রিদেশীয় সিরিজে খেলবে ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশে। তিনটি দল একে অপরের বিরুদ্ধে খেলবে। তারপর হবে ফাইনাল। শ্রীলঙ্কার স্বাধীনতার ৭০ বছর পূর্তি উপলক্ষে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সব ম্যাচই হবে কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারত।

সৈয়দ মুস্তাক আলি টি-২০ প্রতিযোগিতা এবং আইপিএল-এ যাঁরা ভাল পারফরম্যান্স দেখিয়েছেন, তাঁদেরই ভারতীয় দলে সুযোগ দেওয়া হয়েছে। গত ডিসেম্বরে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজে যাঁরা দলে ছিলেন, তাঁদেরও সুযোগ দেওয়া হয়েছে। উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ, অফস্পিনার ওয়াশিংটন সুন্দর, পেসার মহম্মদ সিরাজ, অলরাউন্ডার দীপক হুডা দলে ফিরেছেন। হার্দিকের বদলে সুযোগ পেয়েছেন অলরাউন্ডার বিজয় শঙ্কর। তবে ঘরোয়া ম্যাচগুলিতে দুর্দান্ত পারফরম্যান্স দেখানোর পরেও সুযোগ পাননি ব্যাটসম্যান ময়ঙ্ক অগ্রবাল।

ভারতীয় দল- রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধবন (সহ-অধিনায়ক), লোকেশ রাহুল, সুরেশ রায়না, মণীশ পাণ্ডে, দীনেশ কার্তিক, দীপক হুডা, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহল, অক্ষর পটেল, বিজয় শঙ্কর, শার্দুল ঠাকুর, জয়দেব উনাদকাট, মহম্মদ সিরাজ ও ঋষভ পন্থ।