নয়াদিল্লি: পারথ টেস্ট চলাকালীন বিরাট কোহলি ও টিম পেইনের মধ্যে হওয়া বাকযুদ্ধ-বিতর্কে ভারত অধিনায়কের পাশে দাঁড়াল বিসিসিআই। টেস্ট চলাকালীন বারবার দেখা গিয়েছে মাঠে দুই অধিনায়কের মধ্যে কথার লড়াই চলছে। পরিস্থিতি সামাল দিতে আম্পায়ারকে মধ্যস্থতা করতে হয়।
যদিও, দুজনই দাবি করেন, সীমা কখনই অতিক্রম করা হয়নি। তবে, অস্ট্রেলীয় সংবাদমাধ্যমের প্রকাশিত খবর অনুযায়ী, পেইনকে বারবার নিজের বিশ্বের এক নম্বর টেস্ট ব্যাটসম্যান হওয়ার বিষয়টি মনে করিয়ে দিয়ে খোঁচা দিচ্ছিলেন কোহলি। অজি সংবাদমাধ্যমের দাবি, পেইনকে কোহলি বলেন, আমি বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান। সেখানে তুমি অস্থায়ী অধিনায়ক মাত্র।
এদিন অস্ট্রেলীয় সংবাদমাধ্যমের দাবি উড়িয়ে কোহলির পাশে দাঁড়ায় ভারতীয় ক্রিকেট বোর্ড। প্রতিক্রিয়া জানাতে গিয়ে তারা বলে, অজি সংবাদমাধ্যমের দাবি একেবারেই ভিত্তিহীন। বিসিসিআই-এর পাল্টা দাবি, মাঠে এমন কথা কখনই বলেননি ভারত অধিনায়ক। বোর্ডের তরফে জানানো হয়েছে, অস্ট্রেলিয়া সফররত টিম ম্যানেজমেন্টের সঙ্গে এই ইস্যু নিয়ে ব্যাখ্যা তলব করা হয়েছিল। তারা যা উত্তর দিয়েছে, তাতে সন্তুষ্ট বোর্ড।
বিসিসিআই কোহলির পাশে দাঁড়ালেও, ভারতীয় অধিনায়কের সমালোচনা করেন প্রাক্তন অজি ফাস্ট বোলার মিচেল জনসন। তিনি দাবি করেন, দ্বিতীয় টেস্ট চলাকালীন প্রতিপক্ষের উদ্দেশে কোহলি ব্যবহার অসম্মানজনক ছিল। তাঁর অভিযোগ, মাঠে অনেক কিছু (অনভিপ্রেত) ঘটনা ঘটিয়েও পার পেয়ে যান কোহলি। কারণ, তিনি বিরাট কোহলি। কিন্তু, এই টেস্টে তাঁকে দেখে বোকা মনে হয়েছে, দাবি জনসনের।