কলকাতা: বিরাট কোহলি বর্তমানে বিশ্বের সেরা ব্যাটসম্যান হতে পারেন, কিন্তু ম্যাচ রিডিংয়ের ক্ষমতায় এখনও মহেন্দ্র সিংহ ধোনির থেকে পিছিয়ে রয়েছেন। এমনটাই মনে করেন ধোনির ছোটবেলার কোচ রঞ্জন ভট্টাচার্য।
ভারতের ম্যাচের ডেথওভারগুলিতে প্রায়ই দেখা যায় যে, কোহলি চলে যান ডিপে ফিল্ডিং করতে। আর ফিল্ডিং সাজানোর ভার ধোনি নিজের হাতে তুলে নেন।
এমএস ধোনি ক্রিকেট অকাদেমি ক্লিনিকের সামার ক্যাম্প হবে আন্দুলে। সেই ক্যাম্প চালুর অনুষ্ঠানে রঞ্জন ভট্টাচার্য সাংবাদিকদের বলেছেন, ম্যাচ রিডিং ও কৌশল রচনার ক্ষেত্রে ধোনি এখনও অপ্রতিদ্বন্দ্বী। এমনকি কোহলিরও এই দক্ষতা নেই। তাই কোহলির কিছু পরামর্শের প্রয়োজন। তাই ধোনি দলে না থাকলে তাঁকে সাহায্য করার কেউ থাকবে না।অধিনায়ক হিসেবে কোহলির এখনও কিছুটা সময় দরকার। এক্ষেত্রে ধোনির পরামর্শ তাঁর সহায়ক হতে পারে।
আগামী ৫ জুন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ দিয়ে ভারত বিশ্বকাপ অভিযান শুরু করবে। ভারতীয় দলের মিডল অর্ডারের দুর্বলতা নিয়ে জোর চর্চা চলছে। বিশেষ করে চার নম্বরে কোনও স্পেশ্যালিস্ট না থাকায় এক্ষেত্রে সমস্যার সমাধান ধোনি হতে পারেন বলে মনে করছেন রঞ্জন ভট্টাচার্য। তিনি বলেছেন, আমার মনে হয়, বিশ্বকাপে ধোনির চার নম্বরে ব্যাট করা উচিত। তবে এ বিষয়ে সিদ্ধান্ত নেমে টিম ম্যানেজমেন্ট। এটা একেবারেই আমার ব্যক্তিগত মতামত। ও চার নম্বরে নামলে পরের ব্যাটসম্যানরা চাপমুক্তভাবে খেলতে পারবে।
রঞ্জন ভট্টাচার্য বলেছেন, চার নম্বরে নামলে ওর কিছুটা সময় নেওয়ার সুযোগ থাকবে এবং পরে নিজের মতো ব্যাটিং করতে পারবে। ৫ বা ৬ নম্বরে নামলে ওকে শুরু থেকেই চালাতে হবে। সেক্ষেত্রে ওকে ঝুঁকি নিতে হবে।
বিশ্বকাপ চলাকালেই ৩৮ বছরে পা দেবেন ধোনি। বিশ্বকাপের পরে তাঁর বিখ্যাত শিষ্যর অবসরের জল্পনা অবশ্য হেসে উড়িয়ে দিয়েছেন রঞ্জন ভট্টাচার্য।
রাঁচির জওহর বিদ্যা মন্দিরের প্রাক্তন গেমস টিচার বলেছেন, ওর ফিটনেস দারুণ। কিন্তু ওর অবসর সম্পর্কে কিছু বলতে পারবেন না তিনি।
ওর মতো ম্যাচ রিডিংয়ের ক্ষমতা কোহলির নেই, বললেন ধোনির ছোটবেলার কোচ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
09 May 2019 09:03 PM (IST)
আগামী ৫ জুন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ দিয়ে ভারত বিশ্বকাপ অভিযান শুরু করবে। ভারতীয় দলের মিডল অর্ডারের দুর্বলতা নিয়ে জোর চর্চা চলছে। বিশেষ করে চার নম্বরে কোনও স্পেশ্যালিস্ট না থাকায় এক্ষেত্রে সমস্যার সমাধান ধোনি হতে পারেন বলে মনে করছেন রঞ্জন ভট্টাচার্য।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -