ইন্দৌর: আজ অধিনায়ক হিসেবে আরও একটি নজির গড়লেন বিরাট কোহলি। তাঁর অধিনায়কত্বে ১০টি টেস্ট ম্যাচে ইনিংসে জয় পেল ভারতীয় দল। এটাই কোনও ভারতীয় অধিনায়কের টেস্টে সবচেয়ে বেশি ইনিংসে জয়। এর আগে এই রেকর্ড ছিল ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির দখলে। তাঁর অধিনায়কত্বে ৯টি টেস্ট ম্যাচে ইনিংসে জয় পেয়েছিল ভারতীয় দল। আজ ধোনিকে টপকে গেলেন বিরাট।

ভারতের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন ও সৌরভ গঙ্গোপাধ্যায় যথাক্রমে আট ও সাতটি টেস্ট ম্যাচে ইনিংসে জয় পেয়েছিলেন। তাঁদের সবাইকে টপকে গিয়েছেন বিরাট। তাঁর নেতৃত্বে ভারতীয় দল ৩২টি টেস্ট ম্যাচ জিতল। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক অ্যালান বর্ডারও ৩২টি টেস্ট ম্যাচে জয় পেয়েছিলেন। অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি টেস্ট ম্যাচ জয়ের তালিকায় চতুর্থ স্থানে বিরাট। তাঁর আগে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক গ্রেম স্মিথ (১০৯ ম্যাচে ৫৩টি জয়), অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং (৭৭ ম্যাচে ৪৮টি জয়) এবং স্টিভ ওয়া (৫৭ ম্যাচে ৪১টি জয়)।