মুম্বই: অধিনায়ক হিসেবে বিরাট কোহলির মুকুটে নয়া পালক। বিশ্বের দ্রুততম হিসেবে ক্রিকেটের তিন ফর্ম্যাট মিলিয়ে ১১ হাজার আন্তর্জাতিক রান সম্পন্ন করলেন তিনি। এই কৃতিত্বের মাধ্যমে তিনি অস্ট্রেলিয়ার প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিংকে টপকে গেলেন। শুক্রবার পুণেতে শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচে এই কৃতিত্ব অর্জন করেন তিনি।
পন্টিংকে টপকে যেতে কোহলির প্রয়োজন ছিল মাত্র ১ রানের। এদিন প্রথম রান নেওয়ার সঙ্গে সঙ্গেই ওই মাইলস্টোন অর্জন করেন ভারত অধিনায়ক।
এই কৃতিত্ব অর্জন করতে সবচেয়ে কম সংখ্যক ম্যাচ নিয়েছেন কোহলি। মাত্র ১৬৯ তম আন্তর্জাতিক ম্যাচেই এই বিরল মাইলস্টোন পার করে ফেললেন তিনি। ভাঙলেন পন্টিংয়ের রেকর্ড। এতদিন অধিনায়ক হিসেবে সবচেয়ে দ্রুত ১১ হাজার রান করার রেকর্ডের অধিকারী ছিলেন প্রাক্তন অজি তারকা ব্যাটসম্যান।
এখানে বলে রাখা প্রয়োজন, একদিনের ক্রিকেটে বিশ্বের সবচেয়ে দ্রুত ব্যাটসম্যান হিসেবে ১১ হাজার রান সম্পন্ন করে ফেলেছেন কোহলি। গত বছর ম্যাঞ্চেস্টারে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে তিনি ওই কৃতিত্ব অর্জন করেন।
৩১ বছরের কোহলি ৮৪ টেস্টে ৭২০২ রান এবং ২৪২টি একদিনের ম্যাচে ১১৬০৯ রান করে ফেলেছেন। ক্রিকেটের তিন ফর্ম্যাটেই তাঁর গড় ৫০-এর ওপর। সেটাও একটা রেকর্ড।
প্রসঙ্গত, মহেন্দ্র সিংহ ধোনির পর কোহলিই হলেন দ্বিতীয় ভারতীয় ব্যাটসম্যান যিনি তিন ফর্ম্যাটেই ১১ হাজার রান সম্পন্ন করলেন। বিশ্ব ক্রিকেটের তালিকায় কোহলি ষষ্ঠ। এর আগে এই বিরল কৃতিত্ব অর্জন করেছেন রিকি পন্টিং, গ্রেম স্মিথ, স্টিফেন ফ্লেমিং, এমএস ধোনি ও অ্যালান বর্ডার।
অধিনায়ক হিসেবে বিশ্বের দ্রুততম ১১ হাজার আন্তর্জাতিক রান সম্পন্ন কোহলির, ভাঙলেন পন্টিংয়ের রেকর্ড
Web Desk, ABP Ananda
Updated at:
11 Jan 2020 12:11 AM (IST)
পন্টিংকে টপকে যেতে কোহলির প্রয়োজন ছিল মাত্র ১ রানের। এদিন প্রথম রান নেওয়ার সঙ্গে সঙ্গেই ওই মাইলস্টোন অর্জন করেন ভারত অধিনায়ক।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -