সাউদাম্পটন: শনিবার আফগানিস্তানের বিরুদ্ধে উত্তেজক ম্যাচে অত্যাধিক আবেদন করার জন্য শাস্তি হল ভারত অধিনায়ক বিরাট কোহলির। ম্যাচ ফি-র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে বিরাটের। আইসিসি-র তরফে জানানো হয়েছে, ক্রিকেটারদের আচরণবিধির ২.১ ধারা লঙ্ঘন করেছেন বিরাট। বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থার সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটে আফগানিস্তান ইনিংসের ২৯ তম ওভারে। পেসার জসপ্রীত বুমরাহের বল আফগান ব্যাটসম্যান রহমত আলির পায়ে লাগলে লেগ বিফোরের আবেদন করে ভারত। সেই সময় অত্যুৎসাহে আম্পায়ার আলিম দারের খুব কাছ পর্যন্ত আবেদন করতে করতে এগিয়ে যান বিরাট। আইসিসি জানিয়েছে, কোহলি ‘লেভেল ১ অফেন্স’ ভঙ্গ করেছেন। আইন অনুযায়ী, নিয়ম ভঙ্গকারীকে (এক্ষেত্রে বিরাট) সরকারিভাবে সতর্ক করা হয় এবং ম্যাচ ফি-র সর্বোচ্চ ৫০ শতাংশ জরিমানা করা হয়। পাশাপাশি, আন্তর্জাতিক কেরিয়ার রেকর্ডে এক-দু পয়েন্ট কাটাও যায় সংশ্লিষ্ট ক্রিকেটারের। আইসিসি জানিয়েছে, ম্যাচ রেফারি ক্রিস ব্রডের ধার্য করা জরিমানা মেনে নিয়েছেন ভারতীয় অধিনায়ক। ফলত, এই নিয়ে কোনও শুনানির প্রয়োজন নেই। কোহলির শৃঙ্খলা-সংক্রান্ত রেকর্ডে একটি পয়েন্ট কাটাও গিয়েছে। এই নিয়ে দুবার ভারত অধিনায়কের পয়েন্ট কাটা গেল। এর আগে ২০১৮ সালের ১৫ জানুয়ারি, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রিটোরিয়া টেস্ট চলাকালীন একটি পয়েন্ট কাটা গিয়েছিল। প্রসঙ্গত, ২৪ মাসে চারটি পয়েন্ট কাটা গেলে সেগুলি সাসপেনসনে পরিণত হয় এবং সংশ্লিষ্ট ক্রিকেটারকে একটি টেস্ট বা দুটি একদিনের ম্যাচ অথবা দুটি টি-২০ ম্যাচের জন্য নির্বাসিত করা আইসিসি-র নিয়মে লেখা রয়েছে।
আফগানিস্তানের বিরুদ্ধে অতিরিক্ত আবেদন করায় ম্যাচ ফি-র ২৫ শতাংশ জরিমানা কোহলির
Web Desk, ABP Ananda | 23 Jun 2019 03:26 PM (IST)