নিয়মরক্ষার ম্যাচে দলে বদলের ইঙ্গিত বিরাটের
Web Desk, ABP Ananda | 05 Aug 2019 01:35 PM (IST)
শেষ ম্যাচটি হবে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে।
ছবি সৌজন্যে ট্যুইটার
লডারহিল (ফ্লোরিডা): ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম দু’টি ম্যাচই জিতে যাওয়ার পর নিয়মরক্ষার তৃতীয় ম্যাচে দলে পরিবর্তনের ইঙ্গিত দিলেন অধিনায়ক বিরাট কোহলি। দ্বিতীয় ম্যাচ জয়ের পর তিনি বলেছেন, ‘ম্যাচ জেতা সবসময় আমাদের কাছে প্রথম লক্ষ্য। তবে আমরা সিরিজ জিতে যাওয়ায় এবার কয়েকজনকে সুযোগ দিতে পারি।’ চলতি টি-২০ সিরিজের প্রথম ম্যাচ চার উইকেটে জেতার পর গতকাল বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ম্যাচ ডাকওয়ার্থ-লুইস নিয়মে ২২ রানে জেতে ভারতীয় দল। এই দু’টি ম্যাচ ফ্লোরিডার লডারহিলে হলেও, শেষ ম্যাচটি হবে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে। সেই ম্যাচ খেলার জন্য দু’দলই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ওয়েস্ট ইন্ডিজে যাচ্ছে। চলতি সিরিজে এখনও পর্যন্ত খেলার সুযোগ পাননি শ্রেয়াস আয়ার, লেগ-স্পিনার রাহুল চাহার, তাঁর তুতো ভাই দীপক চাহার ও লোকেশ রাহুল। শেষ ম্যাচে তাঁরা খেলার সুযোগ পেতে পারেন। প্রথম দু’টি ম্যাচেই রান না পাওয়ায় বাদ পড়তে পারেন তরুণ উইকেটরক্ষক ঋষভ পন্থ।