ইনদওর: #প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে দুটি দ্বিশতরান করে ফেললেন বিরাট কোহলি। গতকাল কোহলি ১০৩ রানে অপরাজিত ছিলেন। দ্বিতীয় দিনে লাঞ্চের পরই ১৫০ রান পূর্ণ করে ফেলেন তিনি। এরপর ৩৪৭ বলে পূরণ করলেন দ্বিশতরান। শেষপর্যন্ত ২১১ রান করে থামলেন ভারতের টেস্ট অধিনায়ক।



কোহলির পর অজিঙ্কা রাহানেও আউট হয়ে গেলেন। তিনি অল্পের জন্য দ্বিশতরান হাতছাড়া করলেন। ৩৮১ বলে ১৮৮ রান করে থেমে গেলেন রাহানে। এখন ব্যাট করছেন রোহিত শর্মা (১৬) ও রবীন্দ্র জাডেজা (৪)। ভারতের রান এখন ৫ উইকেটে ৫০৮।

মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত ভারতের রান ছিল ৩ উইকেটে ৩৫৮। কোহলি ১৪৯ এবং ১২৪ রানে অপরাজিত ছিলেন। তাঁদের জুটিতে মোট ৩৬৫ রান যোগ হয়।