দক্ষিণ আফ্রিকা সফরের প্রস্তুতির জন্য আরও সময় দরকার, বিরাটকে সমর্থন করে সৌরভ
Web Desk, ABP Ananda | 24 Nov 2017 05:51 PM (IST)
কলকাতা: ঠাসা ক্রীড়াসূচি নিয়ে ভারতের অধিনায়ক বিরাট কোহলির ক্ষোভ সঙ্গত বলে মন্তব্য করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতের প্রাক্তন অধিনায়কের মতে, ‘ক্রিকেটের ক্রীড়াসূচি নিয়ে বিরাট ঠিকই বলেছে। দক্ষিণ আফ্রিকা সফরের প্রস্তুতির জন্য আরও সময় দরকার।’ গতকাল বিরাট বলেছিলেন, দক্ষিণ আফ্রিকা সফরের আগে প্রস্তুতির জন্য যথেষ্ট সময় পাওয়া যাচ্ছে না। সেই কারণেই তিনি শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি সিরিজে বাউন্সি উইকেট রাখার কথা বলেছিলেন। বিরাটের এই মন্তব্য ঘিরে ভারতীয় ক্রিকেটমহলে বিতর্ক তৈরি হয়েছে। বিসিসিআই আশ্বাস দিয়েছে, বিরাটের বক্তব্য গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে। সৌরভও এই ইস্যুতে বিরাটের পাশে দাঁড়ালেন। নিজের অধিনায়কত্ব প্রসঙ্গে সৌরভ বলেছেন, ‘সাধারণ বাঙালিদের মতোই মাঠের বাইরে আমি শান্ত। কিন্তু ভারতীয় দলের অধিনায়ক হওয়ার পর মনোভাব বদলাতে বাধ্য হই। আমার মনে হয়, দলকে বদলাতে হলে অন্য কিছু করতে হবে। বীরেন্দ্র সহবাগ অসাধারণ প্রতিভাবান ক্রিকেটার ছিল। কিন্তু মাঠের বাইরে ওকে বেশিরভাগ সময় ঘুমোতে দেখা যেত। ওকে টেনে তুলতে হত।’ ২০০২ সালে লর্ডসে ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনালে ভারত অবিশ্বাস্য জয় ছিনিয়ে নেওয়ার পর জার্সি ঘোরানো প্রসঙ্গে সৌরভ বলেছেন, ‘আমি জয়ের তৃপ্তিতেই জার্সি খুলে মাথার উপর ঘুরিয়েছিলাম। ভবিষ্যতে আর সেরকম কিছু করব না। যখনই কোনও চ্যানেলে সেই দৃশ্য দেখানো হয়, আমি প্রযোজকদের বলি, আন্তর্জাতিক ক্রিকেটে ২০,০০০ রান ও বেশ কয়েকটি শতরান করেছি। কিন্তু তাঁরা বলেন, জার্সি ঘোরানোই দেখাতে চান।’