আন্তর্জাতিক ক্রিকেটে এক দশকে ২০,০০০ রান সংগ্রহের রেকর্ড কোহলির
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 15 Aug 2019 07:56 PM (IST)
বিশ্বের একমাত্র ব্যাটসম্যান কোনও একটি দশকে আন্তর্জাতিক ক্রিকেটে ২০,০০০ রান সংগ্রহের নজির গড়লেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। তিনি যে কত বড় মাপের ব্যাটসম্যান, তা এই পরিসংখ্যান থেকেই স্পষ্ট। ক্রিকেটের তিনটি ফর্ম্যাটে তাঁর মোট রান ২০,৫০২।
পোর্ট অফ স্পেন: বিশ্বের একমাত্র ব্যাটসম্যান কোনও একটি দশকে আন্তর্জাতিক ক্রিকেটে ২০,০০০ রান সংগ্রহের নজির গড়লেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। তিনি যে কত বড় মাপের ব্যাটসম্যান, তা এই পরিসংখ্যান থেকেই স্পষ্ট। ক্রিকেটের তিনটি ফর্ম্যাটে তাঁর মোট রান ২০,৫০২। যার মধ্যে তিনি ২০,০১৮ রান সংগ্রহ করেছেন চলতি দশকে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সদ্যসমাপ্ত একদিনের সিরিজের শেষ তথা তৃতীয় ম্যাচে শতরানের ইনিংস খেলে এই কৃতিত্বের অধিকারী হলেন কোহলি। একদিনের ক্রিকেট কেরিয়ারে তাঁর ৪৩ তম শতরানে ভর করে ওয়েস্ট ইন্ডিজকে এই ম্যাচে হারিয়ে দিয়েছে ভারত। ২০১০-এ টেস্ট ও টি ২০ আন্তর্জাতিকে অভিষেক হয়েছিল কোহলির। তার আগে ২০০৮-এ আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়ার পর একদিনের ম্যাচে ৪৮৪ রান করেছিলেন তিনি। কোহলির আগে কোনও এক দশকে সর্বাধিক রান সংগ্রহের রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিংয়ের। ২০০০-এর দশকে তাঁর সংগ্রহে ছিল ১৮,৯৬২ রান। ২০০০ দশকে ১৬,৭৭৭ রান সংগ্রহ করে তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অলরাউন্ডার জ্যাক কালিস। তালিকার তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছেন যথাক্রমে শ্রীলঙ্কার দুই ব্যাটসম্যান মাহেলা জয়বর্ধনে (১৬৩০৪) এবং কুমার সঙ্গাকারা (১৫৯৯৯)।২০০০ দশকে ১৫৯৬২ রান করে তালিকায় ষষ্ঠস্থানে ভারতের প্রাক্তন ব্যাটসম্যান সচিন তেন্ডুলকর। সপ্তমস্থানে ভারতের প্রাক্তন ব্যাটসম্যান রাহুল দ্রাবিড় (১৫৮৫৩)। গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজের শেষ তথা তৃতীয় ম্যাচে অপরাজিত ১১৪ রানের ইনিংস খেলেন কোহলি। ভারত ২-০ সিরিজ জয়ী হয়। সিরিজের দ্বিতীয় ম্যাচেও শতরান এসেছিল তাঁর ব্যাট থেকে।