ইনদওর: ‘বিরাট কোহলি আমাদের আস্তে আস্তে খুন করেছে।’ এভাবেই ভারতের টেস্ট অধিনায়কের দ্বিশতরানের ইনিংসের প্রশংসা করলেন নিউজিল্যান্ডের কোচ মাইক হেসন। তিনি বলেছেন, ‘উচ্চমানের ব্যাটিং করেছে কোহলি। ভাল বলেও হাফচান্স তৈরি করে নিয়েছে ও। আমরা অনেক পরিকল্পনা করেছিলাম, একই খেলা ধরে রেখেছিলাম। কিন্তু তারপরেও আমরা সাফল্য পাইনি। কোহলি আস্তে আস্তে আমাদের খুন করেছে। এটাই ওর ইনিংসকে সবচেয়ে ভালভাবে ব্যাখ্যা করার উপায়। ও কেরিয়ারের সেরা স্কোর ২১১ করেছে ১২০টি সিঙ্গলস নিয়ে।’
দ্বিতীয় দিনের শেষে ভারতের চেয়ে ৫২৯ রানে পিছিয়ে নিউজিল্যান্ড। এই টেস্টের প্রথম দু দিনই ভারতের দাপটে কোণঠাসা ছিল কিউয়িরা। তা সত্ত্বেও দলের খেলায় খুশি হেসন। তাঁর দাবি, গরম ও আর্দ্রতার মধ্যেও তাঁদের পেসাররা ঘণ্টায় ১৩৫-১৪০ কিমি বেগে ৩০ ওভার বল করেছেন।
তৃতীয় দিনকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন কিউয়ি কোচ। তাঁর মতে, পিচ এখনও ব্যাটসম্যানদের সাহায্য করছে। ব্যাটসম্যানদের নিজেদের খেলা খেলতে হবে। দীর্ঘক্ষণ ক্রিজে থাকতে হবে। তাঁদের ব্যাটিংয়ের পরিকল্পনা তৈরি। এবার মাঠে সেটা বাস্তবায়িত করতে হবে।
কোহলি আমাদের আস্তে আস্তে খুন করেছে, বলছেন নিউজিল্যান্ডের কোচ
Web Desk, ABP Ananda
Updated at:
09 Oct 2016 08:20 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -