নয়াদিল্লি:‘কুম্বলে স্যার’-এর সঙ্গে কাজ করতে মুখিয়ে রয়েছেন বিরাট কোহলি। ভারতীয় টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক ট্যুইট করে শুভেচ্ছা জানিয়েছেন নতুন হেড কোচ অনিল কুম্বলেকে। তাঁকে দলে স্বাগত জানিয়েছেন ভারতীয় ক্রিকেটের নয়া বিস্ময়।

এদিন ৪৫ বছর বয়সি প্রাক্তন নামী স্পিনারকে এক বছরের জন্য কোহলিদের প্রধান কোচের পদে নিয়োগ করা হয়েছে। কোচ হওয়ার দৌড়ে ছিলেন টিম ডিরেক্টর রবি শাস্ত্রী, দুই অস্ট্রেলিয় প্রাক্তন টম মুডি, স্টুয়ার্ট ল সহ আরও অনেকে।




কিন্তু সবাইকে টপকে কুম্বলেকেই হাই প্রোফাইল পদের জন্য সবচেয়ে সেরা পছন্দ হিসাবে বেছে নিয়েছে সচিন তেন্ডুলকর, সৌরভ গাঙ্গুলি, ভি ভি এস লক্ষ্মনের কমিটি। কে ভারতীয় ক্রিকেট দলের কোচের হাল ধরবেন, তা নিয়ে অনিশ্চয়তারও অবসান হয়েছে। তার পরপরই বিরাট ট্যুইট করেন, @anilkumble1074 স্যার, আপনাকে সাদরে অন্তরের গভীরতম অভ্যর্থনা জানাই। আমাদের সঙ্গে আপনার পথ চলার অপেক্ষায় রয়েছি। আপনার হাতে ভারতীয় ক্রিকেট বিরাট সাফল্য পেতে চলেছে।