দুবাই: দলের পাশাপাশি বিরাট কোহলির ব্যক্তিগত সময়ও খারাপ যাচ্ছে। লর্ডস টেস্টে হেরে ভারতীয় দল ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে ০-২ পিছিয়ে পড়েছে। বিরাট নিজে পিঠের ব্যথায় কাতর। প্রথম টেস্টে দুর্দান্ত পারফরম্যান্স দেখালেও, দ্বিতীয় টেস্টে তিনি বড় রান পাননি। এরই মধ্যে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষস্থানও খোয়ালেন ভারতীয় দলের অধিনায়ক। সেটাও আবার বল-বিকৃতির দায়ে নির্বাসিত স্টিভ স্মিথের কাছে। বিরাটকে টপকে ফের সেরা টেস্ট ব্যাটসম্যান হয়ে গেলেন স্মিথ।
লর্ডস টেস্টে ভারতের লজ্জাজনক হারের পর অধিকাংশ ক্রিকেটারেরই র্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে। এরই মধ্যে অবশ্য রবিচন্দ্রন অশ্বিনের উন্নতি হয়েছে। ব্যাটসম্যানদের মধ্যে তিনি ৬৭ থেকে এখন ৫৭ নম্বরে। দক্ষিণ আফ্রিকার ভেরনন ফিল্যান্ডারকে পিছনে ফেলে অলরাউন্ডারদের মধ্যে তৃতীয় স্থানে উঠে এসেছেন অশ্বিন। হার্দিক পাণ্ড্য ২৫ ধাপ উঠে এখন বোলারদের মধ্যে ৭৪ নম্বরে।
বিরাটকে টপকে ফের আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষস্থানে নির্বাসিত স্টিভ স্মিথ
Web Desk, ABP Ananda
Updated at:
13 Aug 2018 08:46 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -