চলতি সিরিজে কুলদীপ ও চাহল মিলে ৩০টি উইকেট নিয়েছেন। গতকাল পঞ্চম একদিনের ম্যাচেও এই দুই স্পিনার মিলে ৬টি উইকেট নিয়েছেন। তবে পোলকের মতে, এ বছর ভারতের ইংল্যান্ড সফরেই কুলদীপ ও চাহলের আসল পরীক্ষা হবে।
পোলক আরও বলেছেন, অলরাউন্ডার হার্দিক পাণ্ড্যর প্রতি ভারতের অধিনায়ক বিরাট কোহলির সমর্থন আছে। বিরাটের মতোই মানসিকতা নিয়ে ক্রিকেট খেলেন হার্দিক। তাই আশা করা যায় দলে নিজের জায়গা পাকা করার জন্য দীর্ঘ সময় পাবেন এই ক্রিকেটার।
ভারতীয় ক্রিকেটারদের মধ্যে আলাদা করে পেসার জসপ্রীত বুমরাহর প্রশংসা করে পোলক বলেছেন, ‘ও অন্যরকম বোলার। ওর অ্যাকশন আলাদা, ও ক্রিজের ধার থেকে বল করে, ওর বল ব্যাটসম্যানদের দিকে দ্রুতগতিতে যায়। কেউ অন্য ধরনের বোলার হলে সবসময় কার্যকরী হয়। আমার মনে হয় ও টেস্ট সিরিজ থেকে শিক্ষা নিয়ে ঠিক লাইনে বল করছে।’