পোর্ট এলিজাবেথ: দক্ষিণ আফ্রিকায় চলতি একদিনের সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স দেখালেও, আগামী বছর ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে চলা বিশ্বকাপে ভারতের দুই স্পিনার কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহলের পারফরম্যান্স নিয়ে সংশয়ে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক শন পোলক। তিনি বলেছেন, ‘ইংল্যান্ডে সবসময় এমন পিচে খেলা হয় না যেখানে বল থমকে যাবে এবং ঘুরবে। তাই বিশ্বকাপের আগে ভারতের ইংল্যান্ড সফর উপযুক্ত। এর ফলে দুই স্পিনারের পারফরম্যান্স দেখে নেওয়া যাবে। আমার মনে হয় এটা ভারতের কাছে চ্যালেঞ্জ। বড় প্রতিযোগিতায় এই দুই স্পিনারের উপর ভরসা করা যাবে কি না, সেটা ভারতকে দেখে নিতে হবে।’
চলতি সিরিজে কুলদীপ ও চাহল মিলে ৩০টি উইকেট নিয়েছেন। গতকাল পঞ্চম একদিনের ম্যাচেও এই দুই স্পিনার মিলে ৬টি উইকেট নিয়েছেন। তবে পোলকের মতে, এ বছর ভারতের ইংল্যান্ড সফরেই কুলদীপ ও চাহলের আসল পরীক্ষা হবে।
পোলক আরও বলেছেন, অলরাউন্ডার হার্দিক পাণ্ড্যর প্রতি ভারতের অধিনায়ক বিরাট কোহলির সমর্থন আছে। বিরাটের মতোই মানসিকতা নিয়ে ক্রিকেট খেলেন হার্দিক। তাই আশা করা যায় দলে নিজের জায়গা পাকা করার জন্য দীর্ঘ সময় পাবেন এই ক্রিকেটার।
ভারতীয় ক্রিকেটারদের মধ্যে আলাদা করে পেসার জসপ্রীত বুমরাহর প্রশংসা করে পোলক বলেছেন, ‘ও অন্যরকম বোলার। ওর অ্যাকশন আলাদা, ও ক্রিজের ধার থেকে বল করে, ওর বল ব্যাটসম্যানদের দিকে দ্রুতগতিতে যায়। কেউ অন্য ধরনের বোলার হলে সবসময় কার্যকরী হয়। আমার মনে হয় ও টেস্ট সিরিজ থেকে শিক্ষা নিয়ে ঠিক লাইনে বল করছে।’
কুলদীপ-চাহল কি ইংল্যান্ডে বিশ্বকাপে ভাল পারফরম্যান্স দেখাতে পারবেন? সংশয়ে শন পোলক
Web Desk, ABP Ananda
Updated at:
14 Feb 2018 08:13 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -